আন্তর্জাতিক

গাজা নিয়ে সুখবর আছে বললেন মার্কিন প্রেসিডেন্ট

ফিলিস্তিনের গাজা পরিস্থিতি নিয়ে সুখবর আছে এমনটি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

বার্তা সংস্থা আনাদোলু বৃহস্পতিবার (১৭ জুলাই) এসব তথ্য জানিয়েছে।

হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির সঙ্গে বৈঠকের আগে তিনি একথা জানান। তবে কি ‘সুখবর’ তা জানাননি তিনি। স্থানীয় সময় বুধবার (১৬ জুলাই) হোয়াইট হাউসে একটি বিল স্বাক্ষর অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফকে উদ্দেশ করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, গাজা নিয়ে ভালো খবর আছে।  

অন্যদিকে, মঙ্গলবার ইসরাইলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দোহা আলোচনায় “নাটকীয় অগ্রগতি” হয়েছে। 

এ সম্পর্কিত আরও পড়ুন