২৪ ঘণ্টায় আরও ৩৭৫ জন ডেঙ্গুতে আক্রান্ত
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৭৫ জন। সবচেয়ে বেশি ১১৬ জন আক্রান্ত রোগী বরিশাল বিভাগে। তবে গেল একদিনে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার (১৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১১৬ জন, চট্টগ্রাম বিভাগে ৪২ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৬১, ঢাকা উত্তর সিটিতে ৩৭ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৩৯, খুলনা বিভাগে ১৮ জন, রাজশাহী বিভাগে ৫৩ জন, ময়মনসিংহে ৮ জন এবং সিলেটে ১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ২৮১ জন এবং সুস্থ হয়েছেন ১৫ হাজার ৮ জন।
এমএ//