রাজনীতি

জামায়াতের জাতীয় সমাবেশ

সমাবেশ শুরুর আগেই পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান

ছবি: সংগৃহীত

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সমাবেশ শুরু হওয়ার ছয় ঘণ্টা আগেই পুরো উদ্যান প্রায় পূর্ণ হয়ে যায় দলটির নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে। উদ্যানে জায়গা না পেয়ে বাইরে হাজার হাজার মানুষ অপেক্ষায় রয়েছেন।

শনিবার (১৯ জুলাই) ফজরের পর থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে মানুষের ভিড় বাড়তে শুরু করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা বাস, ট্রেন ও লঞ্চে করে ঢাকায় এসে মিছিল সহকারে সমাবেশস্থলে পৌঁছেছেন। অনেকের হাতে ছিল দলীয় প্রতীক দাঁড়িপাল্লা; কেউ পরেছেন জামায়াতের মনোগ্রাম সংবলিত টি-শার্ট বা পাঞ্জাবি।

সমাবেশ সফল করতে মাঠে কাজ করছে প্রায় ২০ হাজার স্বেচ্ছাসেবক। ভোর থেকেই হাইকোর্ট, মৎস্যভবন, শাহবাগসহ আশপাশের এলাকায় বিভিন্ন পয়েন্টে তাদের অবস্থান দেখা গেছে। একই পোশাকে থাকা এসব স্বেচ্ছাসেবকরা আগতদের গেট চিহ্নিত করতে সহায়তা করছেন এবং বিভিন্ন জেলা থেকে আসা অংশগ্রহণকারীদের দিকনির্দেশনা দিচ্ছেন।

সাত দফা দাবিতে জামায়েত এই সমাবেশের আয়োজন করেছে। তাদের সাত দফা দাবি হলো-

১. অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা

২. সব গণহত্যার বিচার

৩. প্রয়োজনীয় মৌলিক সংস্কার

৪. ‘জুলাই সনদ’ ও ঘোষণাপত্র বাস্তবায়ন

৫. জুলাই অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের পুনর্বাসন

৬. সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন

৭. প্রবাসী এক কোটির বেশি ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করা

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন