আন্তর্জাতিক

ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে ট্রাম্পের মামলা

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের মানহানির মামলা করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৮ জুলাই) ফ্লোরিডার সাউদার্ন ডিস্ট্রিক্ট ফেডারেল কোর্টে মামলাটি করেন তিনি।

শনিবার (১৯ জুলাই) আন্তর্জাতিক সংবাদ সংস্থা আলজাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদন বলা হয়েছে, মামলায় ওয়াল স্ট্রিট জার্নালের পাশাপাশি সংবাদমাধ্যমটির মালিকানাধীন প্রতিষ্ঠান ও মিডিয়া মোগল রুপার্ট মারডককেও বিবাদী করা হয়েছে।

সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করে ওয়াল স্ট্রিট জার্নাল, যেখানে দাবি করা হয়— কুখ্যাত নারী নির্যাতনকারী ধনকুবের জেফরি এপস্টেইনের ৫০তম জন্মদিনে ট্রাম্প একটি আপত্তিকর শুভেচ্ছাবার্তা পাঠিয়েছিলেন। চিঠিটিতে নাকি একজন নগ্ন নারীর ছবি আঁকা ছিল। যদিও পত্রিকাটি কোনো চিত্র প্রকাশ করেনি, তবে চিঠির এমন বর্ণনা ঘিরে ওয়াশিংটনসহ গোটা মিডিয়া অঙ্গনে তীব্র বিতর্ক শুরু হয়।

এই প্রতিবেদন প্রকাশের পরই ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে তা ‘সম্পূর্ণ মিথ্যা’ ও ‘মানহানিকর’ বলে দাবি করেন। তিনি জানান, হোয়াইট হাউসের সাবেক প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এবং তিনিই নিজে ওয়াল স্ট্রিট জার্নালের সম্পাদকের সঙ্গে কথা বলে প্রতিবেদনটির ভিত্তিহীনতা জানিয়ে দেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন