বিনোদন

গুরুতর আহত কিং খান

বলিউডের বাদশাহ শাহরুখ খান আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে, তবে এবার নয় কোনো ব্লকবাস্টার রিলিজ বা রোমান্টিক সংলাপের জন্য—বরং এক মারাত্মক দুর্ঘটনার কারণে।

শোনা যাচ্ছে, নিজের পরবর্তী মেগা প্রজেক্ট ‘কিং’–এর শুটিং করতে গিয়েই গুরুতর আহত হয়েছেন শাহরুখ খান। মুম্বাইয়ের গোল্ডেন টোব্যাকো স্টুডিওতে ছবিটির একটি ঝুঁকিপূর্ণ অ্যাকশন দৃশ্য ধারণের সময় ঘটে এই দুর্ঘটনা। নিজেই স্টান্ট পারফর্ম করছিলেন কিং খান, আর সেখানেই ঘটে যায় অনাকাঙ্ক্ষিত ঘটনা।

প্রাথমিকভাবে নির্মাতা পক্ষ থেকে কিছু না জানানো হলেও, ঘনিষ্ঠ সূত্র বলছে শাহরুখ খানের চোট এতটাই গুরুতর যে আগামী দুই মাস ক্যামেরার সামনে ফিরতে পারবেন না। পেশির চোটই মূল সমস্যা, যা চিকিৎসকদের মতে দীর্ঘ বিশ্রামের প্রয়োজন তার। চিকিৎসার জন্য ইতোমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন শাহরুখ ও তার চিকিৎসক দল।

‘কিং’ ছবিটি নিয়ে আগে থেকেই বলিউডে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। একদিকে ছবির বাজেট, অন্যদিকে তারকাবহুল কাস্টিং—সব মিলিয়ে বছরের অন্যতম বহুল আলোচিত প্রজেক্ট এটি। শাহরুখের সঙ্গে এই ছবিতে রয়েছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখোপাধ্যায়, আরশাদ ওয়ারসি, এমনকি অনিল কাপুরের মতো তারকারাও।

কিছুদিন আগেই সিনেমার জন্য তৈরি পেশি ও শরীরের উল্কির ছবি পোস্ট করে অনুরাগীদের চমকে দিয়েছিলেন শাহরুখ। কিন্তু সেই শরীর নিয়েই এবার এল শারীরিক বিপর্যয়।

দুর্ঘটনার কারণে পুরো শুটিং ইউনিটের পরিকল্পনাতেই বাধ পড়েছে। নির্ধারিত শিডিউল অনুযায়ী কাজ শুরু করা যাচ্ছে না।

ইন্ডাস্ট্রি সূত্র বলছে, যদি পুনরায় শারীরিক অবস্থার উন্নতি হয় তবে আগামী সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের মাঝামাঝি আবার শুটিংয়ে ফিরতে পারেন কিং খান।

এখনও পর্যন্ত শাহরুখ খানের টিম বা প্রযোজনা সংস্থার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন