যুক্তরাষ্ট্রে ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে দিলেন চালক, আহত ২০
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে দেয়ার ঘটনায় আহত হয়েছেন ২০ জন। শনিবার সকালে পূর্ব হলিউডের সান্তা মনিকা বুলেভার্ডে এই ঘটনা ঘটে। লস অ্যাঞ্জেলেন্স ফায়ার ডিপার্টমেন্ট ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
ওই ঘটনায় চার থেকে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। ১০ জনেরও বেশি গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি। তাদের চিকিৎসা চলছে।
গাড়ি উঠিয়ে দেয়ার ঘটনাটি কোন বিচ্ছিন্ন ঘটনা না কি পরিকল্পিত, তা নিয়ে তদন্ত চলছে।