পেনাল্টি ছাড়া গোলে রোনালদোকে ছাড়িয়ে সবার উপরে মেসি
বক্সের বাইরে থেকে লিওনেল মেসির স্নাইপারের মতো পাস। গোল করেন জর্দি আলবা। অ্যাসিস্ট করেই ক্ষান্ত থাকেননি আর্জেন্টাইন তারকা।
বিরতির পর ৬০ মিনিটে নিজেদের অর্ধ থেকে সের্হিও বুসকেতসের বাড়ানো অসাধারণ পাস ধরে গোলরক্ষককে ফাঁকি দেন মেসি।
৭৫ মিনিটে দারুণ ফিনিশিংয়ে মেসি করেন নিজের দ্বিতীয় গোল। আর এ গোলেই রেড বুলসকে ৫-১ গোলে হারায় ইন্টার মায়ামি।
মেজর লিগ সকারে টানা ৫ ম্যাচে জোড়া গোলের পর আগের ম্যাচে গোলহীন ছিলেন লিও। সিনসিনাটির বিপক্ষে ইন্টার মায়ামিকেও হারতে হয়েছে।
এক ম্যাচ বিরতি দিয়ে রোববার আবারও জোড়া গোল করলেন মেসি। আর জোড়া গোল করে মেসি পেনাল্টিবিহীন গোলের রেকর্ডে ছাড়িয়ে গেলেন রোনালদোকে।
পর্তুগিজ তারকার ৯৩৮ গোলের মধ্যে ৭৬৩টি নন-পেনাল্টি গোল করেছেন। জোড়া গোলে রোনালদোকে ছাপিয়ে মেসির নন-পেনাল্টি গোলের সংখ্যা এখন ৭৬৪টি। আর ক্যারিয়ার মেসির মোট গোলসংখ্যা ৮৭৪। রোনালদোর চেয়ে ১৬৭ ম্যাচ কম খেলেছেন আর্জেন্টাইন অধিনায়ক।