আজ আর রক্তের প্রয়োজন নেই
উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর হতাহতদের চিকিৎসা চলছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে। আহতদের জন্য রক্ত দিতে হাসপাতালের সামনে ভীড় করেছেন অসংখ্য মানুষ। এতে ব্যহত হচ্ছে হাসপাতালের চিকিৎসা সেবা। তবে আজকের মত আর রক্তের প্রয়োজন নেই। এ কারণে হাসপাতালের সামনে অহেতুক ভীড় না করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
সোমবার (২১ জুলাই) জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক ডা. মারুফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, ‘আজ রক্তের কোনো প্রয়োজন নেই। রক্ত দিতে আগামীকাল সকাল ৮টার পর আসুন। ভিড় কম করে আমাদের সাহায্য করুন’।
এ চিকিৎসক জানান, ‘আপনারা যত বেশি আসবেন, সংক্রমণ ঝুঁকি তত বেশি বাড়বে। বাচ্চাদের ভালোবাসার কারণেই দয়া করে একান্ত প্রয়োজন ছাড়া আসবেন না। ভুল তথ্য দিয়ে কেউ বিভ্রান্ত করবেন না। আজ রক্তের কোনো প্রয়োজন নেই। প্রথম ২৪ ঘণ্টায় আমরা রক্ত দিই না’।
এদিকে বিমান বিধ্বস্তে আহত শিক্ষার্থীদের রক্ত দিতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ছুটে আসছেন শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। কেউ কেউ হ্যান্ড মাইকে করে বিভিন্ন রক্তের গ্রুপের নাম উচ্চারণ করে ডাকাডাকি করছেন। কেউ কেউ আবার রক্তদাতাকে দ্রুত নিয়ে যাচ্ছেন মেডিকেলের ব্লাড ব্যাংকে।
আই/এ