আমি পাঁচ দিন ধরে কিছুই খাইনি
গাজায় এক বস্তা আটার দাম একলাখ টাকা !
ফিলিস্তিনের গাজা উপত্যাক্যায় তীব্র মানবিক সংকট সৃস্টি হয়েছে। খাবারের জন্য জীবনের ঝুঁকি নিয়ে মানুষ খাবারের জন্য ছুটছে। মঙ্গলবার গাজার উত্তরের জিকিম সহায়তা কেন্দ্রের সামনে হাজারো মানুষ জড়ো হন। কেউ কেউ একটি ব্যাগ আটা পেয়েছেন। তবে অনেকেই হতাশা ও ক্ষুধার যন্ত্রণা নিয়ে খালি হাতে ফিরে গেছেন।
আলি আবদুল্লাহ নামে একজন বলেছেন জীবন ঝুঁকি নিয়ে তিনি এক ব্যাগ আটা পেয়েছেন। তিনি জানান, তার পরিবারে ১৮ জনসদস্য। এই এক ব্যাগ আটা তাদের মাত্র চারদিনই চলবে।
ওয়েল আবু আল-আনজিন নামে একজন বলেন, “আমি পাঁচদিন ধরে কিছুই খাইনি। ভোরের আগেই এসেছিলাম, তবুও কিছুই পাইনি। খালি হাতে ফিরে গেছি। ভাবছিলাম, এখন কীভাবে আমার সন্তানদের খাওয়াবো?”
স্থানীয়রা জানিয়েছেন, যুদ্ধ ও অবরোধের কারণে খাবারের দাম অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। আগে এক ব্যাগ ২৫ শেকেল দিয়ে কেনা যেতো। এখন আড়াই হাজার শেকেল অর্থাৎ ৭শ ৬৪ আমেরিকান ডলার দিয়ে কিনতে হচ্ছে। বাংলাদেশী টাকায় প্রায় একলাখ টাকা।
ভয়াবহ পরিস্থিতিতে শিশুরা
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ক্ষুধা ও অপুষ্টিজনিত কারণে ১৫ জন মারা গেছেন, যাদের মধ্যে ৪ জন শিশু। এ পর্যন্ত মোট ১০১ জন এই কারণে মারা গেছেন, যার মধ্যে ৮০ জনই শিশু।
ফিলিস্তিনি বার্তা সংস্থা জানিয়েছে, বর্তমানে গাজায় ৯ লাখ শিশু ক্ষুধার্ত। এরমধ্যে ৭০ হাজার শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে।