জাতীয়

এইচএসসির স্থগিত দুই পরীক্ষার নতুন সময়সূচি শিগগিরই ঘোষণা: শিক্ষা উপদেষ্টা

এইচএসসি পরীক্ষার দুইটি স্থগিত হওয়া বিষয়ের নতুন তারিখ আগামী এক-দুই দিনের মধ্যেই জানানো হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার। তিনি জানান, সাধারণ নিয়ম অনুযায়ী, শেষ পরীক্ষার দুই-তিন দিন পর এসব স্থগিত পরীক্ষা নেওয়া হয়। সে হিসেবেই সময় নির্ধারিত হবে।

বুধবার (২৩ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষা উপদেষ্টা এ তথ্য জানান। তিনি বলেন, ২২ তারিখের স্থগিত পরীক্ষা যেদিন হবে, সেদিন সকালে তা অনুষ্ঠিত হবে। আর ২৪ তারিখের পরীক্ষা যেদিন হবে, সেদিন বিকেলে নেওয়া হবে। 

শিক্ষা উপদেষ্টা বলেন, ‘দুর্ঘটনার রাতে আমি রাত ১০টা পর্যন্ত হাসপাতালে ছিলাম। বাসায় ফেরার সময়েই পরীক্ষার প্রসঙ্গ সামনে আসে। তখন অনেকেই পরীক্ষা পেছানোর পক্ষে মত দিচ্ছিলেন। তবে এ ধরনের সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া সম্ভব নয় এবং এটি কোনো একক ব্যক্তির এখতিয়ারেও পড়ে না। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘অনেকে ভাবছেন, আগেই পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেওয়া যেত। তবে বিষয়টি এতটা সরল নয়। সিদ্ধান্ত নিতে সময় লেগেছে কারণ প্রতিটি ধাপ নিয়ম অনুযায়ী সম্পন্ন করতে হয়েছে। যারা এই সিদ্ধান্তে বিরক্ত হয়েছেন বা কষ্ট পেয়েছেন, আমি আশা করি পুরো প্রেক্ষাপট জানার পর তাদের দৃষ্টিভঙ্গি বদলাবে।’

মাইলস্টোন দুর্ঘটনা প্রসঙ্গে শিক্ষা উপদেষ্টা বলেন, ‘এটি কেবল শিক্ষা মন্ত্রণালয়ের বিষয় নয়, এটি একটি জাতীয় ট্র্যাজেডি। আমরা শিক্ষার্থীদের পাশে আছি। মাইলস্টোনে গিয়ে আমি সরাসরি তাদের দাবিগুলো শুনেছি। তাদের দাবি খুবই যৌক্তিক, যেগুলোর বিষয়ে সরকার ইতোমধ্যেই কাজ শুরু করেছে। কিছু দাবি তাৎক্ষণিকভাবে পূরণ করা সম্ভব নয়, তবে ধাপে ধাপে সেগুলোর সমাধানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

শিক্ষা সচিবের অব্যাহতির বিষয়ে তিনি বলেন, ‘এটি একটি উচ্চপর্যায়ের সিদ্ধান্ত। আমি এতে যুক্ত নই। আমার পদত্যাগও কেউ চেয়েছেন—তবে আমি নিজে থেকে সরে যাওয়ার পরিকল্পনায় নেই। আমার পদত্যাগ চাওয়া হয়েছে। আমার নিজে থেকে পদত্যাগের কোনো অভিপ্রায় নেই। আমার কাজের কোনো ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না।‘

তিনি আরও বলেন, ‘আমার নিয়োগকর্তাও রয়েছেন। তারা যদি মনে করেন আমার ব্যত্যয় রয়েছে, তাহলে যেতে বললে অবশ্যই চলে যাব। আঁকড়ে ধরার কিংবা নিজেকে জাস্টিফাই করার কিছু নেই।‘

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন