আইন-বিচার

উত্তরায় বিমান বিধ্বস্ত

ক্ষতিগ্রস্ত পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে রিট

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টে রিট করা হয়েছে। প্রতিটি নিহত ও আহত ব্যক্তির পরিবারকে জরুরি ভিত্তিতে ১০ লাখ টাকা প্রদানের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।

বুধবার (২৩ জুলাই) এই রিটটি দাখিল করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ। একই আবেদনে বিমানবন্দর এলাকার আশপাশে চারতলার বেশি ভবন নির্মাণ নিষিদ্ধ করার নির্দেশনাও চাওয়া হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার গেল ২২ জুলাই মাইলস্টোনে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনা নিয়ে আরেকটি রিটের শুনানিতে হাইকোর্ট একটি বিশেষজ্ঞ তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেয়। সরকারকে সাত দিনের মধ্যে এই কমিটি গঠন করতে বলা হয়েছে, যারা দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে কাজ করবে।

আদালত নিহত শিক্ষার্থীদের পরিবারকে ৫ কোটি টাকা এবং আহতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে। পাশাপাশি আহতদের বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

এছাড়া ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক অগ্নিনির্বাপক ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে আদালত। একই সঙ্গে ঢাকাসহ দেশের সব জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বিমান উড্ডয়ন প্রশ্নেও রুল জারি করেছেন আদালত।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন