রাজনীতি

দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ লড়াই করেছেন : নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই-আগস্ট আন্দোলনেই নয়, এই গণঅভ্যুত্থানের আগে ২০২১ সালের মোদিবিরোধী আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়ার বহু মানুষ লড়াই করেছিল দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে। আমাদের অনেক ভাই সে সময় শহীদ হয়েছিলেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চ এলাকায় জুলাই পদযাত্রার পথসভায় তিনি এ কথা বলেন

নাহিদ বলেন, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে অগ্রসৈনিকের ভূমিকা পালন করেছিল। ব্রাহ্মণবাড়িয়ার সাহসী সন্তানরা বারবার রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। ফ্যাসিবাদবিরোধী সব আন্দোলনেই ব্রাহ্মণবাড়িয়ার মানুষ রক্ত দিয়েছে, লড়াই করেছে সাহসিকতার সঙ্গে

তিনি বলেন,  আমরা ব্রাহ্মণবাড়িয়ার সব শহীদের রুহের মাগফিরাত কামনা করি। ব্রাহ্মণবাড়িয়ার আলেম সমাজ সব সময় ইনসাফের পক্ষে, ইসলামের পক্ষে, দেশের পক্ষে কথা বলেছে, লড়াই করেছে

সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘বাংলাদেশে কি কোনও ডাক্তার ছিল না। একটা অযোগ্য উপদেষ্টাকে দিয়ে স্বাস্থ্যব্যবস্থা পরিচালনা করা হচ্ছে। অযোগ্যতা, অব্যবস্থাপনার একটা ক্ল্যাসিক এক্সাম্পল (উদাহরণ) স্বাস্থ্য উপদেষ্টার মধ্য দিয়ে সেট করে দেওয়া হয়েছে।

তিনি বলেন, আমাদের অতীতের শাসকরা ভঙ্গুর স্বাস্থ্যব্যবস্থা দিয়ে গেছে। আপনি রাস্তায় বের হন, আপনি বাসে চাপা পড়ে মরবেন। আপনি হসপিটালে যান, চিকিৎসার অভাবে মারা যাবেন। আপনি বিমান দুর্ঘটনায় মারা যাবেন, লঞ্চ দুর্ঘটনায় মারা যাবেন। স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা এই রাষ্ট্র আমাদের দেয় নাই। আমরা একটা স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চাই।

 

পথসভায় আরও বক্তব্য দেন, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. আতাউল্লাহ প্রমুখ।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন