অর্থনীতি

সবজি-মুরগির বাজার চড়া, স্বস্তি নেই চাল-মাছে

গেল কয়েক সপ্তাহ ধরেই রাজধানীর বাজারগুলোতে সবজির দাম ছিল আকাশচুম্বী। তবে কিছুটা কমেছে সবজির দাম। তবে এখনও বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়। দুই সপ্তাহের ব্যবধানে বেড়েছে মুরগির দামও। গেল দুই সপ্তাহের তুলনায় মুরগির দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়েছে। পাশাপাশি বাজারে চড়া রয়েছে চাল ও মাছের দাম।

শুক্রবার (২৫ জুলাই) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

এদিন গাজর, শসা, করলা, বেগুন, বরবটি, ঝিঙ্গা, চিচিঙ্গা, ও ধন্দুল — সবই বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে। ঢেঁড়স, কচুর লতি ও পটল মিলছে ৬০ টাকায়, আর কাঁকরোলের দাম ৭০ টাকা কেজি।

তবে টমেটো ও কাঁচা মরিচের দাম এখনও চড়া। টমেটো বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজিতে আর কাঁচা মরিচ ২৪০ টাকায়। এ ছাড়া কলার হালি ৪০ টাকা, পেঁপে ৪৯ টাকা, কচু ৬০ টাকা এবং মিষ্টি কুমড়া পাওয়া যাচ্ছে ৩০ টাকায়।

প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হয়েছে। দুই সপ্তাহ আগে এক কেজি ব্রয়লার মুরগি ১৫০ থেকে ১৬০ টাকায় বিক্রি হয়েছিল। সোনালি মুরগি গতকাল বিক্রি হয়েছে ৩১০ থেকে ৩২০ টাকা কেজি। সপ্তাহ দুয়েক আগে এই মুরগির কেজি ছিল ২৮০ থেকে ৩০০ টাকা। সে হিসাবে দুই সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির কেজিতে ২০ টাকা ও সোনালি মুরগির কেজিতে ২০-৩০ টাকা দাম বেড়েছে।

বাজারে প্রতি কেজি মিনিকেট ৮৫-৯০ টাকায় বিক্রি হচ্ছে। মোটাচালের দাম ৬০ টাকার বেশি। এছাড়া বাকি সব চালের দাম সাধারণত ৭৫ থেকে ৯০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।

এদিকে বাজারে বেড়েছে মাছের দামও। বাজারে ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২৫০০-২৬০০ টাকায়। সপ্তাহ ব্যবধানে কেজিতে বেড়েছে ২০০-৩০০ টাকার মতো। 

এছাড়া অন্যান্য মাছের দামও বেড়েছে। প্রতিকেজি বোয়াল ৭৫০-৯০০ টাকা, কোরাল ৮৫০ টাকা, আইড় ৭০০-৮০০ টাকা, চাষের রুই ৩৮০-৪৫০ টাকায়, তেলাপিয়া ১৮০-২২০, পাঙাশ ১৮০-২৩০, কৈ ২০০-২২০ এবং পাবদা ও শিং বিক্রি হচ্ছে ৪০০-৫০০ টাকায়। আর চাষের ট্যাংরা প্রতি কেজি ৭৫০ থেকে ৮৫০ টাকা, কাঁচকি ৬৫০ থেকে ৭০০ টাকা ও মলা ৫০০ থেকে ৫৫০ টাকায় বিক্রি হচ্ছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন