আন্তর্জাতিক

প্রবেশের আগেই ১২৩ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেও দেশটিতে ঢুকতে পারলেন না ১২৩ জন বাংলাদেশি নাগরিক। প্রাথমিক যাচাই-বাছাইয়ে অভিবাসন নিয়ম না মানায় তাদের মালয়েশিয়ায় প্রবেশে অনুমতি দেয়নি কর্তৃপক্ষ। ফলে শেষ পর্যন্ত নিজ দেশে ফিরতে হয়েছে তাদের।

শুক্রবার (২৫ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মালয়েশিয়ার সংবাদমাধ্যম মালয় মেইল

প্রতিবেদনে বলা হয়, বিমানবন্দর থেকে মোট ১৯৮ জনকে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে বিমানবন্দরের টার্মিনাল-১ থেকে মোট ১২৮ জন যাত্রীকে আটক করা হয়। এর মধ্যে ১২৩ জনই ছিলেন বাংলাদেশি, বাকি পাঁচজনের মধ্যে পাকিস্তানি, ইন্দোনেশিয়ান ও সিরীয় নাগরিকও রয়েছেন। এছাড়া টার্মিনাল-২ থেকে ফেরত পাঠানো হয় আরও ৭০ জনকে। এদের মধ্যে ইন্দোনেশিয়া, ভারত, পাকিস্তান ও ভিয়েতনামের নাগরিক ছিলেন।

মালয়েশিয়ার সীমান্ত সুরক্ষা সংস্থার প্রধান দাতুক সেরি মোহাম্মদ শুহেইলি মোহাম্মদ জাইন জানান, ফিরিয়ে দেওয়া যাত্রীদের অনেকের কাছেই পর্যাপ্ত টাকা ছিল না, আবাসনের কোনো প্রমাণ দেখাতে পারেননি এবং সফরের কারণও পরিষ্কার করতে ব্যর্থ হন। এসব কারণে তাদের “নট টু ল্যান্ড” ক্যাটাগরিতে ফেলে ফেরত পাঠানো হয়েছে, যা সংশ্লিষ্ট এয়ারলাইন্সের মাধ্যমেই সম্পন্ন করা হয়।

তিনি আরও জানান, আটক কিছু যাত্রীর মোবাইলে অভিবাসন কর্মকর্তাদের ছবি পাওয়া গেছে, যা মানবপাচার চক্রের সঙ্গে সংশ্লিষ্টতার ইঙ্গিত দিতে পারে। ধারণা করা হচ্ছে, এসব ছবি নিরাপত্তা ফাঁকি দিয়ে মালয়েশিয়ায় প্রবেশের কৌশল হিসেবে ব্যবহৃত হতো।

অবৈধভাবে দেশটিতে প্রবেশ ঠেকাতে সীমান্তে নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে বলেও জানান মোহাম্মদ শুহেইলি।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন