জালিয়াতির অভিযোগে নিউ হ্যাম্পশায়ারে এক অভিবাসী গ্রেপ্তার
নিউ হ্যাম্পশায়ারে অবৈধভাবে ভোট দেয়ার অভিযোগে এক অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতের নাম নাসিফ ব্রায়ান (৩৪)। তিনি একজন গ্রিন কার্ডধারী স্থায়ী বাসিন্দা এবং জ্যামাইকান অভিবাসী। তার বিরুদ্ধে একাধিক নির্বাচনে ভোটদান সংক্রান্ত অভিযোগ রয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম এনএইচপিআর জানায়, ব্রায়ানের বিরুদ্ধে তিনটি পৃথক ভুল ভোট দেয়ার অভিযোগ আনা হয়েছে।
তদন্তকারীরা দাবি করেন, ২০২৩ সালের ম্যানচেস্টারের স্থানীয় নির্বাচন এবং ২০২৪ সালের প্রেসিডেন্ট প্রাইমারি ও সাধারণ নির্বাচনে তিনি ইচ্ছাকৃতভাবে অবৈধভাবে ভোট দিয়েছেন।
নিউ হ্যাম্পশায়ার ডিপার্টমেন্ট অব জাস্টিস এক বিবৃতিতে জানিয়েছে, যদি ব্রায়ান দোষী সাব্যস্ত হন তবে তাকে ৩ বছর ৬ মাস থেকে ৭ বছর পর্যন্ত কারাবাস এবং ৪ হাজার ডলার পর্যন্ত জরিমানা হতে পারে। আগামী মাসে তাকে ম্যানচেস্টারের নবম সার্কিট কোর্টে হাজির করা হবে।
উল্লেখ্য, ব্রায়ানের বিরুদ্ধে একাধিক মামলা দায়েরের ইতিহাসও রয়েছে।
এসকে//