আন্তর্জাতিক

অনাহার-অপুষ্টিতে নাইজেরিয়ায় ৬৫২ শিশুর মৃত্যু

নাইজেরিয়ার কাটসিনা রাজ্যে চলতি বছরের প্রথম ছয় মাসে অপুষ্টির কারণে ৬৫২ জন শিশু মারা গেছে।

মেডিসিনস সানস ফ্রন্টিয়ার্স (এমএসএফ) সতর্ক করে জানিয়েছে, আন্তর্জাতিক সহায়তার বাজেট কমে যাওয়ায় এই সংকট আরও ঘনীভূত হয়েছে এবং এর ফলে অপুষ্টি আক্রান্ত শিশুদের চিকিৎসায় বড় বাধা সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে এমএসএফ জানায়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে আসা অর্থ সহায়তা হ্রাস পাওয়ায় চিকিৎসা সেবা বৃদ্ধি করা সম্ভব হয়নি। এই বাজেট কাটছাঁটের ফলে অপুষ্টিতে ভোগা শিশুর চিকিৎসা ও সহায়তায় মারাত্মক সংকট সৃষ্টি হয়েছে।

এদিকে জাতিসংঘের খাদ্য সংস্থা বলেছে, তারা কাটসিনার বিদ্রোহী অঞ্চলে ১.৩ মিলিয়ন মানুষের জন্য খাদ্য সহায়তা স্থগিত করতে বাধ্য হয়েছে, কারণ তাদের মজুদ প্রায় শেষ হয়ে গেছে।

এখন নাইজেরিয়া এর ঘাটতি পূরণের জন্য ২০০ বিলিয়ন নাইরা (১৩০ মিলিয়ন ডলার) বাজেট করেছে। তবে এমএসএফ জানায়, ২০২৪ সালের প্রথম দিকে কাটসিনায় ২০৮ শতাংশ বেশি শিশু অপুষ্টিতে আক্রান্ত হয়েছে এবং এরই মধ্যে ৬৫২ জন শিশু মারা গেছে।

অন্যদিকে, কাটসিনা রাজ্যে ডাকাতি বেড়ে যাওয়ার কারণে নিরাপত্তাহীনতার সৃষ্টি হয়েছে। এতে অনেক মানুষ তাদের খামার ছেড়ে যেতে বাধ্য হয়েছে। স্থানীয় গোষ্ঠী ও সরকারের সহায়তায় ডাকাতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার চেষ্টা চলছে।

এসকে//

এ সম্পর্কিত আরও পড়ুন