দেশজুড়ে

রামুতে ৫০ হাজার ইয়াবাসহ দু’নারী গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

কক্সবাজারের রামু উপজেলায় অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবাসহ দু’নারী মাদককারবারিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৫ জুলাই) রাতে কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক সড়কের মরিচ্চ্যা এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃত নারীরা হলেন - বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুলাতলী গ্রামের মোক্তার আহম্মদের স্ত্রী তৈয়বা আক্তার (৩৯) এবং কক্সবাজারের উখিয়ার কুতুপালং শিবিরের নূর আলমের স্ত্রী দিলবার খাতুন (৩২)। বিজিবি-র রামু-৩০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে রামু-৩০ ব্যাটালিয়নের সদস্যরা সড়কপথে তল্লাশি চালাচ্ছিলেন। তল্লাশি কার্যক্রম চলাকালীন সন্দেহজনক একটি ইজিবাইক থামানোর পর দুই নারীর আচরণে সন্দেহ তৈরি হয়। তাদেরকে তল্লাশির জন্য নামানো হলে তারা প্রথমে কিছুই স্বীকার করেননি। তবে পরবর্তী তল্লাশিতে তাদের বোরকার ভেতর থেকে সযত্নে লুকানো দুটি বান্ডলে মোট ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, এই ইয়াবাগুলো কক্সবাজারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

এ বিষয়ে লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, “গ্রেপ্তারকৃত দুই নারীকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় সোপর্দ করা হয়েছে।” তিনি আরও জানান, “বিজিবির মাদকবিরোধী অভিযান ইতোমধ্যে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে, এবং এ অভিযান অব্যাহত থাকবে।”

বিজিবি আরও জানায়, ২০২৩ সালের চলতি বছরে তারা এখন পর্যন্ত ৯ লাখ ৯৫ হাজার ৫৫৩ ইয়াবা উদ্ধার করেছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৯ কোটি ২৯ লাখ টাকা। এই সময়ে, ২১৩ জন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে, এর মধ্যে ১৩৭ জন বাংলাদেশি পুরুষ, ২৭ জন রোহিঙ্গা পুরুষ, ২৪ জন বাংলাদেশি নারী এবং ২৫ জন রোহিঙ্গা নারী রয়েছেন।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন