নিষিদ্ধ হলেন মেসি ও আলবা
লিগের কাছ থেকে অনুমতি না নিয়েই গেলো বুধবার এমএলএস অল-স্টার গেমে অনুপস্থিত ছিলেন লিওনেল মেসি ও জার্দি আলবা। এর শাস্তি হিসেবে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন ইন্টার মায়ামির এই দুই তারকা।
মেজর লিগ সকারে আগামীকাল বাংলাদেশ সময় ভোর সিনসিনাটির বিপক্ষে ম্যাচ খেলতে পারবেন না মেসি ও আলবা।
শুক্রবার এমএলএসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এ সপ্তাহে মেজর লিগ সকার অল-স্টার গেমে অনুপস্থিত থাকার কারণে শনিবার সিনসিনাটির বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না ইন্টার মায়ামির জর্দি আলবা এবং লিওনেল মেসি। নিয়ম অনুযায়ী, লিগের কাছ থেকে আগেই অনুমতি না নিয়ে কোনো খেলোয়াড় যদি অল-স্টার গেমে অনুপস্থিত থাকেন, তাহলে তিনি তাঁর ক্লাবের পরের ম্যাচটি খেলতে পারবেন না।’