এরা কারা তাদের কি কোনও কাজ নেই : শবনম ফারিয়া
বাংলাদেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া শুধুমাত্র অভিনয় জগতে নয়, সামাজিক ইস্যুতেও অনেক সরব। তিনি প্রায়ই নিজের মতামত সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করেন এবং নানা ইস্যুতে তার শক্ত অবস্থান জানিয়ে থাকেন।
সম্প্রতি তিনি আবারও এক বিতর্কিত বিষয় নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন, যা নিয়ে বেশ আলোচনা সৃষ্টি হয়েছে। এবার তার ক্ষোভের কেন্দ্রে ছিল মিরপুরের একটি রেস্টুরেন্টে হামলা চালানো সন্ত্রাসী গ্রুপ।
শনিবার রাতে শবনম ফারিয়া তার ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করেছেন, যা দ্রুতই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

সেখানে তিনি প্রশ্ন তুলেছেন, "এরা কারা? তাদের কি কোনও কাজ নেই? নিজের কাজে মনোযোগ দিতে পারে না?" এই পোস্টে তিনি আরও লিখেছেন, "এটি কোনও ব্যক্তির একক সম্পত্তি নয়, দেশটি সবার। যারা নিজেদের জন্য দেশের সম্পদ দখল করতে চায়, তাদের পরিণতি কেমন হতে পারে, তা ইতোমধ্যে আমরা দেখেছি। অতীত থেকে শিক্ষা না নিলে, ভবিষ্যতেও আরও খারাপ পরিণতির সম্মুখীন হতে হবে।"
শবনমের এই প্রতিবাদী পোস্টটির পর তার অনুসারীরা সমর্থন জানিয়েছেন। একজন মন্তব্য করেছেন, "এরা আসলে নিজেদের কাজ করতে না পেরে অন্যদের কাজে বাধা দিচ্ছে।"
অন্য একজন মন্তব্য করেন, "এমন একটি রেস্টুরেন্ট যেখানে পাহাড়ি খাবার মেন্যুতে ছিল, সেটি বন্ধ করা অযৌক্তিক এবং আমাদের বিশ্বাসের পরিপন্থী।" কিছু মন্তব্যকারী এটিকে "বাড়াবাড়ি" এবং "অত্যন্ত দুঃখজনক" বলে উল্লেখ করেছেন, কারণ তারা মনে করেন যে এ ধরনের কর্মকাণ্ড দেশের শান্তি ও ঐক্যকে ক্ষতিগ্রস্ত করছে।
এসকে//