বড় পর্দায় অভিষেক, চুপচাপ থাকলেও কি সত্যি অভিনয় করছেন তিশা !
টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা দীর্ঘদিন ধরে ওটিটি প্ল্যাটফর্মে কাজ করছেন, তবে সিনেমায় অভিষেক এখনো ঘটেনি। নাটকের অনেক সহ-অভিনেত্রী যখন বড় পর্দায় পা রেখেছেন, তানজিন তিশা তখনো পিছিয়ে আছেন। তিনি একাধিকবার গণমাধ্যমে জানিয়েছেন, পছন্দমতো গল্প পেলে সিনেমায় অভিনয় করবেন। কিন্তু এখনো পর্যন্ত সেভাবে বড় পর্দায় তাঁর যাত্রা শুরু হয়নি। এর মধ্যে বেশ কিছু প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছেন, তবে সেগুলো কী ধরনের ছিল সে বিষয়ে কোনো তথ্য তিনি প্রকাশ করেননি।
সম্প্রতি জানা গেছে, তানজিন তিশা কলকাতার একটি সিনেমায় যুক্ত হয়েছেন, যার মাধ্যমে তাঁর বড় পর্দায় অভিষেক হতে চলেছে। সিনেমাটির নাম "ভালোবাসার মরসুম" এবং এটি পরিচালনা করবেন এম এন রাজ। এতে তিশা প্রধান চরিত্রে অভিনয় করবেন, যার চরিত্রের নাম হবে ‘হিয়া’। সিনেমায় তাঁর বিপরীতে অভিনয় করবেন বলিউড অভিনেতা শারমান যোশি।
এদিকে যদিও কলকাতার গণমাধ্যমে এই খবর নিশ্চিত করা হয়েছে, তানজিন তিশা এখনো নিজে কোনো মন্তব্য করেননি। সিনেমার ব্যাপারে তিনি দেশি গণমাধ্যমের সঙ্গে দূরত্ব রেখেছেন এবং নিজের অবস্থান স্পষ্ট করেননি। ফলে নেটিজেনদের মধ্যে প্রশ্ন উঠেছে এ অভিনেত্রী কি সত্যিই সিনেমায় অভিনয় করছেন, না তো শুধু আলোচনায় থাকতে এটি একটি ফাঁকা আওয়াজ?
অনেকে বলছেন, এটি তানজিন তিশার জন্য বড় সুযোগ হতে পারে, কারণ তিনি বলিউড অভিনেতা শারমান যোশির বিপরীতে প্রথম সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। তবে শারমান যোশি চলচ্চিত্রে মূল নায়ক হিসেবে বিশেষভাবে পরিচিত নন এবং তার একক সিনেমাগুলোর সাফল্যও সীমিত। তার বিপরীতে অভিনয়ের জন্য তানজিন তিশা কী ধরনের ইমেজ তৈরি করবেন, সেটি নিয়েও বেশ কিছু প্রশ্ন রয়েছে।
এছাড়া এই সিনেমায় বাংলাদেশের অভিনেতা খাইরুল বাসারের অভিনয় করার কথা ছিল। কিন্তু শিডিউল জটিলতার কারণে তিনি সিনেমা থেকে সরে গেছেন। অনেকের ধারণা, শারমান যোশির উপস্থিতির কারণে খাইরুল সম্ভবত প্রচারণায় পিছিয়ে থাকবেন, বা তাঁর চরিত্রে কোনো পরিবর্তন আনা হতে পারে। এই কারণেই তিনি সিনেমা ছাড়তে বাধ্য হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
তবে সিনেমায় তানজিন তিশার উপস্থিতি নিয়ে জল্পনা-কল্পনা চললেও পরিচালক এম এন রাজ নিশ্চিত করেছেন যে, তানজিন তিশা বেশ আগে কলকাতায় এসে সিনেমার গল্প শুনেছিলেন এবং সাইনিং সম্পন্ন করেছেন। তিনি জানান, সিনেমার গল্প সম্পূর্ণরূপে রোমান্টিক এবং এতে সম্পর্ক, বন্ধুত্ব ও পরিবারের বিভিন্ন দিক তুলে ধরা হবে।
পরিচালকের মতে, সিনেমার শুটিং আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দার্জিলিংয়ে শুরু হবে এবং এটি টানা ২৩ দিন চলবে। এরপর অক্টোবর মাসে মুর্শিদাবাদে শুটিং হবে। সব কিছু ঠিক থাকলে ২০২৬ সালের ভালোবাসা দিবসে সিনেমাটি মুক্তি পাবে।
এসকে//