রাজনীতি

জুলাই সনদের খসড়ায় আপত্তি জামায়াত এনসিপির

জুলাই সনদের খসড়ায় ভাষাগত ও কিছু শব্দ নিয়ে আপত্তি রয়েছে এনসিপি ও জামায়াতের। সেই বিষয়গুলো আগামীকাল বুধবার লিখিতভাবে কমিশনে জমা দেবে দলগুলো।

মঙ্গলবার (২৯ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের ২১ দিনের সংলাপের বিরতিতে প্রতিক্রিয়া জানান জাতীয় নাগরিক পার্টির (এন‌সি‌পি) যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের

এন‌সি‌পির যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন বলেছেন, আলোচনায় যেসব বিষয়ে ঐকমত্য তৈরি হচ্ছে, সেগুলো নির্বাচনের আগে একটি আইনি কাঠামোর (লিগ্যাল ফ্রেমওয়ার্ক) মাধ্যমে বাস্তবায়নের নিশ্চয়তা দিতে হবে। অন্যথায় জুলাই সনদ গ্রহণ কর‌বে না এন‌সি‌পি।

তিনি বলেন,  কমিশন ছয়টি সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতির কথা বললেও তা নিয়ে আলোচনা না করেই হঠাৎ করে জুলাই সনদের খসড়া প্রকাশ করেছে, যা সঠিক কাজ নয়। এর তীব্র বিরোধিতা করছি। সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আলোচনা হয়নি, অথচ তারা খসড়া প্রকাশ করেছেএটা আমরা গ্রহণ করতে পারি না

রাসিন বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নির্ধারণে র‍্যাংক চয়েজপদ্ধতি নিয়ে তারা একমত হয়েছেন। তাদের সঙ্গে অনেক রাজনৈতিক দলই ঐকমত্য পোষণ করেছে। তবে বিএনপি ও সমমনা কিছু দল এই ইস্যুতে একমত হয়নি।

এদিকে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, জুলাই সনদের খসড়া একেবারেই অসম্পূর্ণ। এটি শুধু হতাশাজনক নয়, বিপদজনকও বটে। কারণ সিদ্ধান্ত কীভাবে বাস্তবায়ন হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু নেই। তাই অচিরেই তারা নিজেরাও একটি খসড়া জমা দেবেন

তিনি বলেন,  কমিশন নিজেও এ খসড়ার বিভিন্ন অসঙ্গতি স্বীকার করেছে এবং তারা তা সংশোধন করবে বলে জানিয়েছে। জুলাই সনদের সর্বসম্মত সিদ্ধান্তগুলোকে আইনি ভিত্তি দিতে হবে। অন্যথায় গণভোট বা অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে।

ডা. তাহের বলেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনও দলের দ্বিমত নেই। তবে পদ্ধতিগত মতভিন্নতা আছে।  প্রস্তাব অনুযায়ী পাঁচজনের নিয়োগ কমিটিতে প্রধানমন্ত্রী, প্রধানবিরোধী দলীয় নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার ও সংসদের দ্বিতীয় বিরোধী দলীয় নেতা থাকবেন।

তিনি বলেন,  প্রথমে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হলে ভালো। না হলে ৫ জনের সাথে আরও দুইজন বিচারপতিকে সংযুক্ত করতে হবে। এর মধ্যে এক-চতুর্থাংশের মতামতে হবে। আর তাতেও একমত না হলে র‍্যাংক পদ্ধতি অনুসরণ করতে হবে। কিন্তু বিএনপি এটি মানতে চায়নি। তারা সর্বশেষ অপশন হিসেবে সংসদে সিদ্ধান্ত নিতে চায়। তবে জামায়াত এতে আপত্তি জানিয়েছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন