বিনোদন

এবার অন্য দলের হয়ে রাজনীতিতে আসছেন শ্রাবন্তী

টালিউডের মুগ্ধতার মুকুট পরা অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় আবারও রাজনীতির মঞ্চে নামতে যাচ্ছেন। তবে এবার তিনি বিজেপি নয়, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করবেন। তার রাজনীতিতে ফেরার সিদ্ধান্ত নতুন একটি অধ্যায় শুরু করছে, যেখানে তার সঙ্গে তৃণমূলে যোগ দিয়েছেন রূপাঞ্জনা মিত্র, রিমঝিম মিত্র, এবং সোহেল দত্ত-এর মতো পরিচিত মুখরা।

সম্প্রতি ২১ জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস-এর আয়োজনের মঞ্চে শ্রাবন্তী উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানের পর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছে যে, শ্রাবন্তী তৃণমূলের হয়ে ভোটের মঞ্চে নামবেন।  তবে অভিনেত্রী এই বিষয়টি পরিষ্কার করেছেন, “এখনই কিছু বলতে পারব না, তবে যদি তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে উপযুক্ত মনে করেন, তাহলে আমি সিদ্ধান্ত নেব।”

এক সাক্ষাৎকারে শ্রাবন্তী বলেন, “রাজনীতিতে এখনো আমি পুরোপুরি স্বাবলম্বী নই।  আগে সবকিছু বুঝে-শুনে সিদ্ধান্ত নিতে হবে।” ২০২১ সালে বিজেপি-র হয়ে বেহালা পশ্চিম থেকে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও, তাকে পরাজয়ের মুখ দেখতে হয়েছিল। 

এই প্রসঙ্গে শ্রাবন্তী বলেন, “আমি আগে হুট করে সিদ্ধান্ত নিয়েছিলাম, ভেবেছিলাম জিতব, কিন্তু বাস্তবতা ছিল আলাদা।” এছাড়া তার পরবর্তী রাজনৈতিক পথ নিয়ে বলেন, “হেরে গেছি বলেই বিজেপি ছেড়ে দিইনি বরং, আমি অভিজ্ঞতার অভাবে নিজেই সরে এসেছি।  বেহালা পশ্চিম আমার বাড়ি।  সেজন্য আমার আবেগ সেখানে জড়িয়ে আছে।  যারা আমাকে সমর্থন দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞ।  তবে এবার আমি আবেগ নয়, পরিপূর্ণ বোঝাপড়ার ভিত্তিতে সিদ্ধান্ত নেব।”

প্রসঙ্গত, রাজনীতির পাশাপাশি শ্রাবন্তী তার অভিনয় জীবনেও সমানভাবে সক্রিয়।  তিনি বর্তমানে সায়ন্তন ঘোষালের পরিচালনায় ‘রবীন্দ্র কাব্য রহস্য’ সিনেমায় অভিনয় করছেন, যেখানে তার বিপরীতে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী।  আরও একটি আকর্ষণীয় প্রোজেক্ট, ‘দেবী চৌধুরাণী’, চলতি বছরের পূজায় মুক্তি পাবে। এতে শ্রাবন্তীকে নাম ভূমিকায় দেখা যাবে এবং তার সঙ্গে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

এসকে//

এ সম্পর্কিত আরও পড়ুন