আন্তর্জাতিক

বেইজিংয়ে ভয়াবহ বন্যায় বৃদ্ধাশ্রমের ৩১ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

চীনের বেইজিংয়ের উপকণ্ঠে প্রবল বৃষ্টিপাতের পর সৃষ্ট আকস্মিক বন্যায় একটি বৃদ্ধাশ্রমে আটকে পড়ে ৩১ জনের মৃত্যু হয়েছে। মৃতদের বেশিরভাগই চলাফেরায় অক্ষম ছিলেন। বৃহস্পতিবার (৩১ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শহরের মিয়ুন জেলার একটি নার্সিংহোমে হঠাৎ করে পানি ঢুকে গেলে অনেকেই সেখানেই আটকা পড়ে যান। বুকসমান পানির মধ্য দিয়ে উদ্ধারকারী দল সেখানে পৌঁছায়। কিন্তু এর মধ্যেই পানিতে আটকা পড়া অনেকের মৃত্যু হয়।

চীনা গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় নার্সিংহোমটিতে মোট ৭৭ জন থাকতেন। বন্যার পানি যখন প্রায় ৬ ফুট উচ্চতায় পৌঁছায়, তখন অন্তত ৪০ জন বাসিন্দা ভেতরে আটকে পড়েন।

তাইশিটুন শহরের এই নার্সিংহোমে মূলত দুর্বল, গুরুতর অসুস্থ, স্বল্প আয়ের এবং সমাজকল্যাণ সুবিধা পাওয়া প্রবীণদের সেবা দেওয়া হতো।

স্থানীয় কর্তৃপক্ষ স্বীকার করেছে, তাদের জরুরি প্রস্তুতিতে বড় ধরনের ঘাটতি ছিল। এক চীনা কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে জানান, ‘এই এলাকা এতদিন নিরাপদ বলেই বিবেচিত ছিল। তাই সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা আমাদের ছিল না।‘ 

তিনি আরও জানান, ‘এখন বুঝতে পারছি, জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকি অনেক বেড়ে গেছে। আমরা চরম আবহাওয়ার ঝুঁকি সম্পর্কে যথেষ্ট সচেতন ছিলাম না। এই বেদনাদায়ক অভিজ্ঞতা আমাদের জন্য সতর্কবার্তা হয়ে এসেছে।’

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন