দেশজুড়ে

সিএনজিতে ট্রেনের ধাক্কা, নিহত ৪

কক্সবাজারের রামু উপজেলায় ট্রেনের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। শনিবার (০২ আগষ্ট) দুপুরে উপজেলার রশিদনগরের পানিরছড়া—ভারুয়াখালী সড়কের রেলক্রসিং পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম ৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশা রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকাগামী ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক শিশু, দুই নারী ও চালক নিহত হন। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর রেলপথে কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকে।

রামু রেল স্টেশনের স্টেশন মাস্টার আতিকুল ইসলাম জানান, কক্সবাজার এক্সপ্রেস দুপুর সাড়ে ১২টায় ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার স্টেশন ত্যাগ করেছিল। পথে রামুর রশিদনগরে এ দুর্ঘটনা ঘটে।

বর্তমানে নিহতদের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন