দেশজুড়ে

খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুড়িগ্রামের রাজারহাটে পুকুরের পানিতে পড়ে চৈতি রানী নামের দেড়বছরের এক শিশু মারা গেছে। শনিবার (০২ আগস্ট) সকালে নিজ বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে সে মারা যায়। চৈতি রানি পজেলার ছিনাই ইউনিয়ন জয়কুমর গ্রামের শংকর কর্মকারের মেয়ে।

ইউপি সদস্য ইছাহক আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত চৈতি রানি জয়কুমার গ্রামের শংকর কর্মকারের মেয়ে।   

এলাকাবাসী জানান, শনিবার বিকাল ৩ টায় বাড়ির পাশে পুকুর পাড়ে খেলতে গিয়ে সকলের অগোচরে পুকুরের পানিতে পড়ে যায়। বাড়ির লোকজন শিশুটিকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। 

এক পর্যায়ে তার পুকুরে পানিতে মরদেহ ভাসতে দেখে চিৎকার দেয়। পরে এলাকাবাসীরা এসে শিশুটির মরদেহ পানি থেকে তুলে বাড়িতে নিয়ে আসে। 

এ ঘটনায় লাশের পরিবার ও আত্মীয় স্বজন এবং এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন