ফুটবল

ইনজুরি নিয়ে মাঠ ছাড়লেন মেসি

ম্যাচ শুরুর ৭ মিনিটে ড্রিবল করে প্রতিপক্ষের বক্সে ঢুকার চেষ্টা করেন লিওনেল মেসি।  কিন্তু নেকাখসার দুই ডিফেন্ডারের বাঁধায় পড়ে যান আর্জেন্টাইন তারকা। আর সেখানেই বাঁধে বিপত্তি।  ম্যাচের ১১ মিনিটেই ইনজুরিয়ে নিয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে।

মেসির অনুপস্থিতিতে ইন্টার মায়ামিকে বাঁচান রদ্রিগো দি পল।  কেবল মেসির টানে ইউরোপ ছেড়ে মায়ামির হয়ে খেলতে আসা দি পল জোড়া অ্যাসিস্ট করে দলের জয়ে বড় অবদান রাখেন।

চেজ স্টেডিয়ামে ম্যাচের ১৩ মিনিটে তেলাসকো সেগোভিয়ার গোলের যোগান দাতা ছিলেন দি পল।  কিন্তু ৩৩ ও ৮১ মিনিটে দুই গোল করে লিড নিজেদের করে নেয় নিকাক্সা

নির্ধারিত ৯০ মিনিট শেষে যোগ করা সময়ে দি পলের ফ্রী কিক থেকে ম্যাচে সমতা আনেন জর্দি আলবা।

নির্ধারিত সময় সমতায় শেষ হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে নিকাক্সাওয়কে ৫-৪ ব্যবধানে হারায় ইন্টার মায়ামি।

 

ম্যাচ শেষে মেসির চোট নিয়ে মায়ামি কোচ হাভিয়ের মাচেরানো বলেছেন, ‘ ইনুজিরর অবস্থা জানতে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।  হয়তো এটা গুরুতর কিছু না কারণ তার ব্যথা নেই। কিন্তু মেসি অস্বস্তি বোধ করছেন। 

এ সম্পর্কিত আরও পড়ুন