নতুন গুঞ্জনে দেব-শুভশ্রী!
একটা সময় ছিল, যখন টলিউড মানেই ছিল দেব-শুভশ্রী। তাদের প্রেম, একসঙ্গে সিনেমা, আর পর্দার বাইরেও খুনসুটিভরা সম্পর্ক- সবকিছুই ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। কিন্তু সময় বদলেছে, জীবন বদলেছে, বদলে গেছে পথও। দুজনেই এখন আলাদা জগতের বাসিন্দা। তবু… ভক্তদের মনের এক কোণে আজও বেঁচে আছে সেই ‘প্রাক্তন’ রসায়ন।
আর ঠিক সেই জায়গা থেকেই, দীর্ঘ এক দশক পর আবারও বড় পর্দায় ফিরছে দেব-শুভশ্রী জুটি। সিনেমার নাম ‘ধূমকেতু’। আর এই ফিরে আসাটা নিছক একটি সিনেমা নয়, বরং নস্টালজিয়ার সঙ্গে রোমাঞ্চ মিশিয়ে যেন টলিউডে এক নতুন চমক।
২০১৫ সালের অক্টোবরে শুরু হয়েছিল ‘ধূমকেতু’র শুটিং। তখনই দর্শকদের মধ্যে তৈরি হয়েছিল বিশাল আগ্রহ। কিন্তু নানা জটিলতায় আটকে যায় মুক্তি। এরপর কেটে গেছে প্রায় দশটি বছর। এই সময়টাতে দেব-শুভশ্রীর ব্যক্তিগত জীবনে এসেছে অনেক পরিবর্তন। তারা দুজনেই নিজেদের মতো এগিয়েছেন, আলাদা হয়েও।
তবে এই দীর্ঘ বিরতির পর, এক ঝলকেই যেন সব ফিরিয়ে আনল একটি ইনস্টাগ্রাম স্টোরি। দেব সম্প্রতি পোস্ট করেন একটি হাতে বাঁধা ব্যান্ডের ছবি, ক্যাপশন—“Ready”। আর সেই একই ছবি শেয়ার করে শুভশ্রীও লেখেন ঠিক একই কথা। নেটিজেনরা আর চুপ থাকতে পারলেন না—এই কি তবে পুরনো জুটির নতুন করে ফেরার ইঙ্গিত?

সামনেই মুক্তি পাচ্ছে ‘ধূমকেতু’র ট্রেলার—৫ আগস্ট, আয়োজিত হচ্ছে গ্র্যান্ড ট্রেলার লঞ্চ ইভেন্ট। এখন ভক্তদের চোখ সেই প্রশ্নে—এই মঞ্চে কি একসঙ্গে হাজির হবেন দেব ও শুভশ্রী?
আর সিনেমাটি মুক্তি পাচ্ছে ১৪ আগস্ট। প্রেম, বিচ্ছেদ, আবেগ, প্রত্যাবর্তনের গল্প নিয়ে তৈরি ‘ধূমকেতু’ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তুমুল আলোচনা। অনেকেই বলছেন, এটাই হতে পারে ২০২৫ সালের টলিউডের সবচেয়ে আলোচিত সিনেমা।
আর সবচেয়ে বড় প্রশ্ন—পর্দার প্রেম কি বাস্তবেও ফের জেগে উঠছে? দেব ও শুভশ্রী এখনো এ বিষয়ে মুখ না খুললেও, দর্শকদের মন কিন্তু ইতিমধ্যেই আলোড়িত।
দশ বছর আগে যেখানে গল্পটা থেমেছিল, ‘ধূমকেতু’ যেন আবার শুরু করতে চলেছে সেখান থেকেই।
এসি//