আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জামায়াত আমিরের পোস্ট
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সফল হার্ট সার্জারি সম্পন্নের পর মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। মঙ্গলবার (০৫ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি সকলের দোয়ার জন্য কৃতজ্ঞতা জানান।
তিনি লিখেছেন, ‘সবকিছুর জন্য আল্লাহর দরবারে অগণিত শুকরিয়া। আলহামদুলিল্লাহ।’ সেই সঙ্গে দেশ-বিদেশ থেকে যারা তার জন্য দোয়া করেছেন, তাদের জন্যও তিনি দোয়া করে লেখেন, ‘আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন এবং উত্তম প্রতিদান দেন।’
এর আগে গেল ২ আগস্ট রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তার ওপেন হার্ট সার্জারি হয়। চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচারের পর তার অবস্থা স্থিতিশীল রয়েছে।
হাসপাতালটির হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর কবির জানান, ‘সকাল ৭টায় অপারেশন শুরু হয়। প্রাথমিকভাবে তিনটি বাইপাসের পরিকল্পনা ছিল, তবে চারটি বাইপাস করা হয়েছে যাতে ভবিষ্যতে কোনো জটিলতা না থাকে। পুরো প্রক্রিয়া সফলভাবে শেষ হয়েছে এবং জটিলতা দেখা দেয়নি।’
চিকিৎসকদের আশা, এক সপ্তাহের মধ্যেই তিনি হাসপাতাল ছেড়ে বাসায় ফিরতে পারবেন।
উল্লেখ্য, ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জামায়াতের জাতীয় সমাবেশে অংশ নেওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডা. শফিকুর রহমান। তখনই তাকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেদিন প্রাথমিকভাবে ডিহাইড্রেশন মনে হলেও পরে পরীক্ষায় তার হৃদপিণ্ডে পাঁচটি ব্লক ধরা পড়ে, যার মধ্যে তিনটি ছিল গুরুতর।
এমএ//