রাজনীতি

১২ দলীয় জোটের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

১২ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী শুক্রবার (৮ আগস্ট) এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বুধবার (০৬ আগস্ট) দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে ১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার এ তথ্য জানান।

তিনি জানান, শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। এসময় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন তারেক রহমান।

তিনি আরও জানান, মঙ্গলবার প্রধান উপদেষ্টা নির্বাচনের সময়সীমা ঘোষণার পর এই প্রথম ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন