রাজনীতি

মতভেদ থাকলেও মুখ দেখাদেখি যেন বন্ধ না হয় : তারেক রহমান

বিভিন্ন বিষয়ে ভিন্ন মত থাকলেও দেশের বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে চলার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জাতীয় ইস্যুতে মুখ ফিরিয়ে নেওয়ার সময় এখন নয়—বরং সম্মিলিতভাবে দেশের জন্য কাজ করাই সময়ের দাবি।

বুধবার (০৬ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিজয় র‌্যালির আগে এক সংক্ষিপ্ত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান।

তারেক রহমান বলেন, ‘ভিন্নমত থাকবে, তর্ক থাকবে—তবু একে অপরের সঙ্গে সংলাপ বন্ধ করা যাবে না। জাতীয় কোনো ইস্যুতে, গণতন্ত্রের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে মুখ দেখাদেখি বন্ধ না হয়। রাষ্ট্র সবার, আর তাই জাতীয় ইস্যুতে সব দলকে এক কাতারে আসতেই হবে। মতভেদ দূর করতে আলোচনার দরজা খোলা রাখতে হবে।’

তিনি দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সাধারণ নাগরিকদেরও এগিয়ে আসার আহ্বান জানান। গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে আরও সচেতন হতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

তারেক রহমান বলেন, ‘আজ সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে, আমরা কী ধরনের বাংলাদেশ চাই? অতীতে ফ্যাসিবাদের ছায়ায় আমরা নিরাপদ ছিলাম না। ভোটাধিকার হরণ করা হয়েছিল, সন্তানদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছিল। এসবের মূল কারণ ছিল গণতন্ত্রের অনুপস্থিতি।’

তিনি আরও বলেন, ২০২৪ সালের আন্দোলনের ধারাবাহিকতায় আজ গণতন্ত্র ফিরিয়ে আনার বাস্তব সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগ কাজে লাগাতে পারলে, ভবিষ্যতে কেউ আর স্বৈরশাসনের পথ প্রশস্ত করতে পারবে না। দেশকে পরাধীনতার দিকে ঠেলে দিতে পারবে না।

 

বিজয় র‌্যালির প্রসঙ্গে তিনি বলেন, ‘পতিত ও পলাতক ফ্যাসিস্টের আমলে অন্ধকারের রাজত্ব কায়েম হয়েছিল। আমরা এখন আলোর দিকে এগোচ্ছি। আজকের বিজয় মিছিল সেই নতুন পথচলার প্রতীক।’

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন