রাজধানীতে ডিভাইভারের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ২
রাজনাধীতে ফ্লাইওভারের ডিভাইডারের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে আরো একজন।
শুক্রবার (০৮ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে মহাখালী ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে। বাননী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সিদ্দিক হোসেন গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিহতরা হলেন- শওকত হোসেন কানন (৪৫) ও নাজমুল হুদা রিন্টু (৪৬)। এছাড়া হাসনাত (৪২) নামের আরো একজন আহত হয়েছেন।
পুলিশ জানায়, গতকাল দিবাগত রাত দুইটার পর বনানীর সেতু ভবনের সামনে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে উড়ালসড়কের বিভাজকের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় গাড়িটিতে আগুন ধরে যায়।
ফায়ার সার্ভিসের সদস্যরা এসে গাড়ির আগুন নিভিয়ে ফেলেন। পরে গাড়ির ভেতর থেকে আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
তাদের মধ্যে নাজমুল হুদাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও শওকত হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
এসআই মো. সিদ্দিক হোসেন নাজমুল হুদা রিন্টুর মরদেহ কুর্মিটোলা হাসপাতাল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুজনের মরদেহ মর্গে রয়েছে।
এমএ//