বিনোদন

তিশাকে নিয়ে শাওনের মন্তব্য ভাইরাল, অভিনেত্রী নীরব

বিনোদন জগতের অন্যতম আলোচিত নাম মেহের আফরোজ শাওন আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পর্কিত এই অভিনেত্রী ও নির্মাতা এবার নিজের ফেসবুক পেজে মন্তব্য করেছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে নিয়ে।  সম্প্রতি ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় শেখ ফজিলাতুন্নেসা মুজিবের চরিত্রে অভিনয় করেছেন।

রোববার (১০ আগস্ট) রাতে শাওন তার ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করে তিশার সঙ্গে পুরনো সম্পর্কের কথা তুলে ধরেন। শাওন লিখেছেন, “তিশাকে আমি ছোটবেলা থেকে চিনি। আমাদের দুই পরিবারের মধ্যে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, এমনকি একসময় আমরা একসাথে গান শিখেছি।”

তিনি আরও জানান, ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে তার মা, শাহিন মনোয়ারা হক এমপি-র সহকর্মী হিসেবে তিশার পরিবারের সঙ্গে তার পরিচয় হয়েছিল এবং তখন থেকেই তাদের সম্পর্ক ছিল। শাওন তার পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক ‘একলা পাখি’ তে তিশাকে কাজ করতে দেখেছিলেন। এফডিসির বিভিন্ন সভায় তাকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে “ইনু মামা” বলে ডাকতেও শাওন উল্লেখ করেছেন।

তবে শাওন তার পোস্টে আরও বলেন, “এখন ‘মুজিব’ সিনেমায় তিশার অভিনয় দেখলাম, কিন্তু বাস্তব জীবনে তার অভিনয় দেখে শখ মিটে গেছে।” তিনি আরও লিখেন, “আমি সিনেমাটি দেখার আগ্রহ হারিয়ে ফেলেছি।”

শাওন তার পোস্টে #নাটক_কম_করো_পিও হ্যাশট্যাগ ব্যবহার করেছেন যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এই পোস্টের পর শাওন ও তিশার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়েছে, তবে তিশা এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।

উল্লেখ্য, মেহের আফরোজ শাওন দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং এক সময় দলের মনোনয়নও চেয়েছিলেন।  ২০১৫ সালে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে আটক করেছিল।  তবে পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন