নেগেটিভটি আমাদের ছবির প্রচারে সহায়ক : দেব
বাংলা সিনেমার জনপ্রিয় জুটি দীপক অধিকারী দেব ও শুভশ্রী গাঙ্গুলি প্রায় এক দশক আগে ‘চ্যালেঞ্জ’ সিনেমার মাধ্যমে পর্দায় একসঙ্গে আত্মপ্রকাশ করেন। পরবর্তীতে তারা একাধিক হিট সিনেমায় একসঙ্গে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নেন। কিন্তু কিছুদিন পর তাদের সম্পর্কের মধ্যে ফাটল দেখা দিলে তারা একে অপরকে আলাদা পথে চলে যান। দীর্ঘ বিরতির পর তাদের শেষ সিনেমা ‘ধূমকেতু’ মুক্তি পাচ্ছে এবং এর আগে তারা আবারও একসঙ্গে উপস্থিত হন।
ধূমকেতু সিনেমার ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে ৪ আগস্ট দেব ও শুভশ্রীকে দীর্ঘ এক সময় পর একসঙ্গে দেখা যায়। তবে তাদের মধ্যে কিছুটা টানাপড়েনও চোখে পড়ে, যার পর তাদের ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক মিডিয়ায় আলোচনা শুরু হয়। এতে দেবের প্রেমিকা রুক্মিণী মৈত্র ও শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তী সহ তাদের ব্যক্তিগত জীবন নিয়ে নানান মন্তব্য চলে আসে।
এ প্রসঙ্গে দেব রোববার (১০ আগস্ট) রানা সরকারের প্রোডাকশন হাউস এর ১৫ বছর পূর্তি অনুষ্ঠানে কথা বলেন। তিনি বলেন, “এটা দুঃখজনক যে, ভালো কিছু এখন সহজভাবে নেওয়া হয় না। মানুষ বেশি কাটাছেঁড়া করে, তবে রাজ ও রুক্মিণী খুব ভালোভাবে বিষয়টা সামলেছে। আমাদের পরিবারই আমাদের বড় সাপোর্ট।”
দেব আরও বলেন, “আমরা যা করেছি, তা শুধুমাত্র দর্শকদের জন্য। ‘দেব-শুভশ্রী’ জুটিকে একসঙ্গে আবার দেখতে চেয়েছিলাম। আমরা দর্শকদের পুরানো অনুভূতি ফিরিয়ে আনার চেষ্টা করেছি।”
ব্যক্তিগত আক্রমণ প্রসঙ্গে দেব বলেন, “এটা খারাপ লাগে কিন্তু মনে করি এসব ঠিক নয়। সবাইকে সম্মান জানানো উচিত, বিশেষ করে রুক্মিণী। ‘ধূমকেতু’ সিনেমায় তার অনেক অবদান রয়েছে। সে আমাকে বলেছিল, ‘তোমার জন্য আমি গর্বিত,’ এটি প্রশংসনীয়।”
দেব আরও বলেন, “রাজের সঙ্গে সরাসরি কথা হয়নি তবে শুভশ্রীকে দেখে বোঝা যায় সে কতটা খুশি। আমাদের পরিবারের সাপোর্ট না থাকলে আমরা এই আনন্দ অনুভব করতে পারতাম না।”
এছাড়া তিনি উল্লেখ করেন, “আমরা অনুষ্ঠানে অভিনয় করতে আসিনি বরং, সবার জন্য একটি ভালো পরিবেশ তৈরি করতে চেয়েছিলাম যাতে নস্টালজিয়া ফিরে আসে। আমাদের মধ্যে যে পজিটিভটি রয়েছে তা দর্শকদের সামনে তুলে ধরাই ছিল আমাদের উদ্দেশ্য।”
অভিনেতা শুভশ্রী, রাজ এবং রুক্মিণীকে উদ্দেশ্য করে বলেন, “যদি কিছু ভুল হয়ে থাকে, আমি তাদের কাছে দুঃখিত। তবে এটা হয়েছে।” তিনি আরও বলেন, “সামাজিক মিডিয়ার এসব মন্তব্য আমাদের প্রভাবিত করবে না, তবে একদিকে এটা আমাদের ছবির প্রচারে সহায়ক হতে পারে।”
শেষে দেব আরও বলেন, “মানুষ যত নেগেটিভ মন্তব্য করবে, ততই ফলোয়ার বাড়বে। তবে আমি জানি, পজিটিভ বিষয়ও শক্তিশালী ভিত্তি তৈরি করে, যদিও তা কম শেয়ার বা লাইক পায়।”
এসকে//