বিনোদন

প্রেমে পড়েছেন জয়া, তবে দ্বিধা বিয়ে নিয়ে

দু'বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বর্তমানে ক্যারিয়ারের সেরা সময় পার করছেন। সম্প্রতি কলকাতায় মুক্তি পাওয়া তার দুটি সিনেমা ‘ডিয়ার মা’ এবং ‘পুতুলনাচের ইতিকথা’ ব্যাপক সাড়া ফেলেছে। কিন্তু এবার তার ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায় সামনে এসেছে। দীর্ঘ সময় ধরে গোপন রাখা প্রেমের সম্পর্কের কথা এবার প্রকাশ করেছেন জয়া। তবে বিয়ে নিয়ে এখনও তার কিছুটা ভয় ও দ্বিধা রয়েছে।

জয়া আহসান এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তার জীবনে বর্তমানে একজন বিশেষ ব্যক্তি আছেন। তিনি জানান, "আমরা বহু বছর ধরে একসঙ্গে আছি, কিন্তু সে বিনোদন জগতের কেউ নয়। আমাদের সম্পর্কের মূল ভিত্তি বন্ধুত্ব, কারণ আমি বিশ্বাস করি যে, পার্টনার হওয়ার আগে বন্ধুত্ব থাকা খুব গুরুত্বপূর্ণ।"

জয়ার কথায়, তিনি তার সঙ্গীর জন্য যে সম্মান এবং ভালোবাসা অনুভব করেন তা যেন এক ভিন্ন মাত্রায় সম্পর্কের গভীরতা তৈরি করেছে। "আমি অনেক ভ্রমণ করি এবং দীর্ঘ সময় শুটিংয়ে ব্যস্ত থাকি, তবে কখনো সে আমার জন্য অভিযোগ করেনি বরং, সবসময় আমাকে সমর্থন দিয়েছে। এমন মানসিকতা সত্যিই বিরল," বলেন জয়া।

যদিও জয়া নতুন প্রেমের কথা প্রকাশ করেছেন, বিয়ে নিয়ে তার কিছুটা দ্বিধা রয়েছে। তিনি জানান, "বিয়ে নিয়ে আমার কিছুটা ভয় রয়েছে, হয়তো আগের অভিজ্ঞতার কারণে এভাবে অনুভব করি। আমি বিয়ে করার বিষয়টি শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করি তবে এখনই তার জন্য কোনও পরিকল্পনা নেই।" তার মতে, সম্পর্কের ক্ষেত্রে বিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলেও, এর জন্য পুরোপুরি প্রস্তুতি এবং মানসিক প্রস্তুতির প্রয়োজন।

জয়া তার ব্যক্তিগত জীবন নিয়ে খুবই গোপনীয়। তিনি এবং তার সঙ্গী দুজনেই নিজেদের সম্পর্ক গোপন রাখতে পছন্দ করেন। "সে খুব শান্ত স্বভাবের, এবং ব্যক্তিগত পরিসরকে অত্যন্ত গুরুত্ব দেয়। তার এই গুণ আমাদের সম্পর্ককে আরও দৃঢ় করেছে," বলেন তিনি।

জয়া আহসান তার অতীত সম্পর্কের বিষয়ে বলেছেন, "জীবনে উত্থান-পতন তো ঘটবেই, এটা স্বাভাবিক। কিন্তু সে সময় আমার দৃষ্টি পুরোপুরি কাজে ছিল।" তিনি তার কাজের প্রতি একাগ্রতার কথা উল্লেখ করে জানান, "কখনো আমি কাজ থেকে পিছপা হইনি, এবং এর মাধ্যমে আমি সবার প্রশংসা পেয়েছি।"

উল্লেখ্য, জয়া আহসান ১৯৯৮ সালে অভিনেতা ফয়সাল আহসানকে বিয়ে করেছিলেন। কিন্তু ২০১১ সালে তাদের ১৩ বছরের দাম্পত্য জীবন শেষ হয়ে যায়। কেন তাদের সম্পর্ক ভেঙেছিল সে বিষয়ে কখনো স্পষ্টভাবে কিছু বলেননি জয়া। তবে ফিল্মফেয়ার ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, সেই সময় তার মানসিক দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়ে গিয়েছিল এবং তার ক্যারিয়ারই তাকে সেই কঠিন সময়ে সান্ত্বনা দিয়েছিল।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন