বিনোদন

গাজায় শিশুদের কষ্ট দেখে ভেঙে পড়েছেন পপতারকা ম্যাডোনা

গাজায় দীর্ঘদিন ধরে ইসরাইলের আগ্রাসন চললেও সবচেয়ে বেশি দুর্দশার শিকার হচ্ছেন শিশুরা। এই পরিস্থিতিতে শোকাহত মার্কিন পপ তারকা ম্যাডোনা সম্প্রতি পোপ লিওকে একটি আবেগপ্রবণ আবেদন জানিয়েছেন। তিনি বলেছেন, "দয়া করে গাজায় যান এবং যত দ্রুত সম্ভব এই নিষ্পাপ শিশুদের কাছে আপনার আলো পৌঁছে দিন।"

ম্যাডোনা ইনস্টাগ্রামে এক পোস্টে লেখেন, "একজন মা হিসেবে আমি তাদের কষ্ট সহ্য করতে পারছি না। এই শিশুরা আমাদের সবার।" তিনি আরও যোগ করেন, "আপনিই একমাত্র ব্যক্তি, যাকে গাজায় প্রবেশে বাধা দেওয়া যাবে না। এই মানবিক বিপর্যয় থেকে শিশুদের বাঁচাতে আমাদের দরজা সম্পূর্ণরূপে খুলে দিতে হবে।"

পোপ লিও দায়িত্ব গ্রহণের পর থেকেই গাজার ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতি প্রকাশ করে আসছেন এবং বারবার গাজার ভয়াবহ পরিস্থিতি নিয়ে বিবৃতি দিয়েছেন। তার সঙ্গে একাত্ম হয়ে ম্যাডোনা গাজার শিশুদের প্রতি সহানুভূতি জানিয়ে পোপের কাছে মানবিক সহায়তার জন্য আহ্বান জানান।

গাজার পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে। দু’বছরের অধিক সময় ধরে চলা ইসরাইলি আগ্রাসন এবং অবরোধের কারণে গাজাবাসীর জন্য জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। খাদ্য সংকট, অপুষ্টি এবং চিকিৎসা সহায়তার অভাবের কারণে শিশুদের অনেকেই প্রাণ হারাচ্ছে। সম্প্রতি কিছু মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়া হলেও তা চাহিদার তুলনায় যথেষ্ট নয়।

এদিকে গাজায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনার জন্য ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার পুরো শহরের নিয়ন্ত্রণ নেয়ার কথা বলেছেন। তার মতে, "গাজার নিয়ন্ত্রণ নিলে যুদ্ধ শেষ হবে এবং শান্তি স্থাপন সম্ভব হবে।"

সূত্র : সিএনএন 

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন