এবার জয়ের বিরুদ্ধে দুদকের মামলা
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব আহমেদ ওয়াজেদ জয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং বিদেশে অর্থপাচারের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক নিয়মিত ব্রিফিংয়ে জানিয়েছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন, ২০০০ থেকে ২০২৫ সালের মধ্যে সজীব ওয়াজেদ জয়ের নামে স্থাবর সম্পদ হিসেবে ৫৪ কোটি ৩৯ লাখ ২০ হাজার ৯৭৮ টাকা এবং অস্থাবর সম্পদ হিসেবে ৬ কোটি ৭৮ লাখ ৮৪ হাজার ৮৯১ টাকা অর্জনের তথ্য পাওয়া গেছে। এ সময়ে তার বৈধ আয়ের পরিমাণ মাত্র ১ কোটি ৩২ লাখ ৮ হাজার ৫৪২ টাকা। এই হিসেবে তার অবৈধ সম্পদের পরিমাণ দাঁড়ায় ৬০ কোটি ১৪ লাখ ৭৩ হাজার ৯৭০ টাকা।
দুদক বলেছে, দায়িত্ব পালনকালে সজীব ওয়াজেদ জয়ের অর্জিত সম্পদ অসৎ উদ্দেশ্যে এবং ক্ষমতার অপব্যবহার করে অর্জিত। এছাড়া তিনি হুন্ডি ও অন্যান্য মাধ্যমে ৫৪ কোটি ৪ লাখ ৩২ হাজার ২৫৮ টাকা বিদেশে পাচার করেছেন এবং যুক্তরাষ্ট্রে দুটি বাড়ি ক্রয় বা বিনিয়োগ করেছেন।
মহাপরিচালক জানিয়েছেন, তার নামে থাকা দুটি ব্যাংক হিসাবের মাধ্যমে ৫৭ কোটি ৫০ লাখ ৫৪ হাজার ৩১৫ টাকার সন্দেহজনক লেনদেন ধরা পড়েছে, যার মধ্যে ৩ কোটি ৪৬ লাখ ২২ হাজার ৫৭ টাকার লেনদেন বিশেষভাবে নজরে এসেছে। এই কার্যক্রম দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪; মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।
দুদক সহকারী পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগর মামলা দায়ের করেছেন। এছাড়া দুদক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিপণন ও বিক্রয় বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে শত কোটি টাকার লুটপাটের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে।
এর আগে, সজীব ওয়াজেদের বিরুদ্ধে পূর্বাচলে প্লট জালিয়াতির অভিযোগ, বিদেশে ৩০০ মিলিয়ন ডলার পাচার এবং সিআরআই নামের সংস্থার মাধ্যমে অর্থ লুটপাটসহ একাধিক দুর্নীতির তদন্তও চলছে।
এসি//