যুক্তরাষ্ট্রে রেস্তোরাঁয় বন্দুকধারীর গুলিতে ৩ জন নিহত, আহত ৯
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাঙালি অধ্যুষিত ব্রুকলিন শহরের একটি বার ও রেস্তোরাঁয় বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন নয়জন।
স্থানীয় সময় রোববার ভোর সাড়ে তিনটায় ক্রাউন হাইটস এলাকার ফ্রাঙ্কলিন অ্যাভিনিউতে ‘টেস্ট অব দ্য সিটি লাউঞ্জ’ বারে এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনাস্থল থেকে ৪২টি খোসা উদ্ধার করেছে তদন্তকারীরা। পুলিশ জানিয়েছে, ব্রুকলিনের ওই বারে চারজন গুলি চালায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রেস্তোরাঁর ভেতরে কোনও বিরোধে এ গুলির ঘটনা ঘটে। গেল মাসে ম্যানহাটনে এমন আরেকটি হামলায় চারজন নিহত হয়েছিলেন।