রাজধানী

ইনস্পিরেশন ওয়েলফেয়ার সোসাইটির প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

সমাজের সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদা সম্পন্ন তরুণ তরুণী এবং তাদের মায়েদের উদ্যোক্তা তৈরীর লক্ষ্যে ইনস্পিরেশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এবং এস এম ই ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত জুয়েলারি প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে বেঙ্গল স্কয়ারে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম ই ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মুসফিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির সিনিয়র সহ সভাপতি জনাব দেওয়ান শামসুর রকিব।

ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির সাধারন সম্পাদক সৈয়দা মুনিরা ইসলাম এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফারিয়া কবীর, হেড অব কর্পোরেট, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, জনাব কাজি মুহিত, হেড অব ফিন্যান্স, পলমল গ্রুপ, জনাব মশিউর রহমান, ইভিপি, ঢাকা ব্যাংক, জনাব এ এস এম সাইফুল ইসলাম, ইভিপি, এইচ এস বি সি ব্যাংক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব জনাব ডাঃ এজাজুল ইসলাম, বিশিষ্ট কন্ঠশিল্পি হায়দার হোসেন, এবং বিশিষ্ট নৃত্যশিল্পি মুনমুন আহমেদ।

অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে বঞ্চিত মানুষ বিশেষ করে প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের দারিদ্র্য দূরীকরণ, শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে স্বাবলম্বী করে তোলার উপর জোর দেন।

আয়োজকরা জানান, প্রশিক্ষণ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো এসব বিশেষ তরুণ তরুণীদেরকে এমন দক্ষতা প্রদান করা, যাতে তারা ভবিষ্যতে নিজেদের কর্মসংস্থান নিজেরা তৈরি করতে পারে এবং পরিবারের ওপর নির্ভরশীল না হয়ে উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে।

ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির গঠনতন্ত্র অনুযায়ী শিশু, কিশোর, নারী ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের মানব সম্পদ ও দক্ষতা উন্নয়নে বহুমুখী কর্মসূচি গ্রহণের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

খাদ্য, বস্ত্র, আশ্রয়, শিক্ষা এবং চিকিৎসার মতো মৌলিক চাহিদা থেকে বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে এবং তাদের অধিকার নিশ্চিত করতে ২০১৫ সালে ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি তার যাত্রা শুরু করে।

সংগঠনটি তাদের ১০ বছরের পথচলায় সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছে। এর মধ্যে রয়েছে:

সচেতনতা বৃদ্ধি: সুবিধাবঞ্চিত মানুষের অধিকার সম্পর্কে সমাজের বিভিন্ন স্তরে সচেতনতা তৈরি এবং মানবিক মূল্যবোধ গঠনে কাজ করা।

প্রচারণা: আরটিভি-তে নিয়মিতভাবে 'হাত বাড়িয়ে দিলাম' এবং কিশোরীদের বাল্যবিবাহ ও স্বাস্থ্য ঝুঁকি বিষয়ক 'সর্বজয়া' নামক অনুষ্ঠান প্রচার করে আসছে।

অন্যান্য কার্যক্রম: দারিদ্র্য বিমোচন, নিরাপদ পানি, স্যানিটেশন এবং নারীর ক্ষমতায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি  মোঃ মুসফিকুর রহমান কর্মশালায় অংশগ্রহণকারী বিশেষ চাহিদা সম্পন্ন তরুণ তরুণীদের সফলভাবে প্রশিক্ষণ শেষ করবার জন্য তাদের হাতে সনদপত্র তুলে দেন।

এই মহতী আয়োজনে সহযোগিতার জন্য ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি, এসএমই ফাউন্ডেশনসহ অন্যান্য সকল স্পন্সর, ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। একই সাথে ভবিষ্যতে এই ধরনের উদ্যোগে সকলের সহযোগিতা অব্যাহত থাকবে বলে সংগঠনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন