শুটিং সেটে খাদ্যে বিষক্রিয়া, ১২০ কলাকুশলী অসুস্থ
বলিউড অভিনেতা রণবীর সিংয়ের আসন্ন সিনেমা ‘ধুরন্ধর’ এর শুটিং সেটে অপ্রত্যাশিত এক ঘটনা ঘটেছে। শুটিং চলাকালে খাদ্য গ্রহণের পর ১২০ জন কলাকুশলী অসুস্থ হয়ে পড়েছেন, যার ফলে সিনেমার শুটিং সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
১৭ আগস্ট লেহ জেলার পাঠার সাহিব এলাকায় শুটিংয়ের মধ্যে প্রায় ৬০০ জন কলাকুশলীকে খাবার পরিবেশন করা হয়েছিল, যার মধ্যে ১২০ জনের শারীরিক অবস্থা গুরুতর হয়ে পড়ে। তাদের মধ্যে অনেকেরই তীব্র পেটব্যথা, বমি এবং মাথাব্যথা দেখা দিয়েছে। কিছু কর্মীর হৃদ্রোগজনিত সমস্যা দেখা দেওয়ারও গুঞ্জন রয়েছে। তাদের দ্রুত সজল নারব্বু মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
খাদ্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, যাতে বিষক্রিয়ার প্রকৃত কারণ জানা যায়।
‘ধুরন্ধর’ সিনেমায় রণবীর সিং এবং পরিচালক আদিত্য ধর প্রথমবার একসঙ্গে কাজ করছেন। সিনেমাটি ৫ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে সঞ্জয় দত্ত, অক্ষয় খন্না, আর মাধবন এবং অর্জুন রামপালও অভিনয় করেছেন।
উল্লেখ্য, ‘ধুরন্ধর’ এর শুটিং শেষ হলে রণবীর সিং ‘ডন ৩’ সিনেমার কাজ শুরু করবেন।পাশাপাশি আদিত্য ধর এবং রণবীর আরও একটি নতুন প্রজেক্টে কাজ করার পরিকল্পনা করছেন।
সূত্র: বলিউড হাঙ্গামা
এসকে//