জাতীয়

১০ সেপ্টেম্বর প্রকাশ হবে ভোটকেন্দ্রের খসড়া তালিকা

ছবি: বায়ান্ন টিভি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১০ সেপ্টেম্বর সারা দেশের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এরপর দাবি ও আপত্তি গ্রহণ করে তা নিষ্পত্তি করা হবে। চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২০ অক্টোবর।

বুধবার (২০ আগস্ট) জেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠানো ইসির এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে স্বাক্ষর করেন কমিশনের উপসচিব মো. মাহবুব আলম শাহ।

চিঠিতে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫ ইতোমধ্যেই কমিশনের অনুমোদন পেয়েছে এবং গত ২৬ জুন সরকারি গেজেটে প্রকাশ করা হয়েছে। সেই নীতিমালার আলোকে এলাকাভিত্তিক ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রস্তুত ও প্রকাশ করতে হবে।

‘গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২’ এর অনুচ্ছেদ ৮ (১) ও (২) অনুযায়ী ভোটকেন্দ্রের তালিকা সংরক্ষণ ও চূড়ান্ত করার পর অন্তত ২৫ দিন আগে তা গেজেটে প্রকাশ করতে হয়। সেই বিধান অনুযায়ী এবারের সময়সূচি নির্ধারণ করেছে কমিশন।

ইসির সিদ্ধান্ত অনুযায়ী খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ হবে ১০ সেপ্টেম্বর। দাবি বা আপত্তি ২৫ সেপ্টেম্বর পর্যন্ত গ্রহণ করা হবে। ১২ অক্টোবরের মধ্যে দাবি বা আপত্তি নিষ্পত্তি করে ২০ অক্টোবরের মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

ইসির চিঠিতে জেলা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে, নির্ধারিত সময়সূচি মেনে সংশ্লিষ্ট এলাকার ভোটকেন্দ্রের সংখ্যাগত তথ্য ও সম্ভাব্য চূড়ান্ত তালিকা (সফটকপিসহ) কমিশনে পাঠাতে হবে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন