লাইফস্টাইল

নেই কন্ট্রোলে ডায়াবেটিস, হতে পারে ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি

ডায়াবেটিস বা মধুমেহ একটি বিশ্বব্যাপী পরিচিত রোগ যা শরীরের ইনসুলিন উৎপাদন কমে যাওয়ার বা ইনসুলিনের কার্যকারিতা হারানোর কারণে ঘটে। যদি এই রোগটি সময়মতো নিয়ন্ত্রণে না আনা হয় তবে এটি শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গের উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। আজকের এই প্রতিবেদনটি আপনাদের জানাবে কীভাবে ডায়াবেটিসের অনিয়ন্ত্রিত অবস্থায় নানা ধরনের জটিলতা তৈরি হয় এবং কেন এটি অতীব গুরুত্বপূর্ণ যে ডায়াবেটিস কন্ট্রোল করা হোক।

হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি

ডায়াবেটিস যদি দীর্ঘসময় ধরে নিয়ন্ত্রণে না থাকে, তবে এটি হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। উচ্চ রক্তশর্করা রক্তনালীগুলোর ক্ষতি করতে পারে যার ফলে রক্ত সঞ্চালনে বাধা সৃষ্টি হয়। এই অবস্থায় ধমনী ব্লক বা হার্ট অ্যাটাক হতে পারে, যা প্রাণঘাতী হতে পারে। (সূত্র: American Heart Association)

কিডনি সমস্যা (ডায়াবেটিক নেফ্রোপ্যাথি)

এটা এক ভয়ানক সমস্যা, যেখানে ডায়াবেটিসের কারণে কিডনির ক্ষুদ্র রক্তনালীগুলো ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে কিডনি সঠিকভাবে কাজ করতে না পেরে একসময় কিডনি বিকল হয়ে যেতে পারে এবং ডায়ালাইসিস বা কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন হতে পারে। (সূত্র: National Institute of Diabetes and Digestive and Kidney Diseases (NIDDK))

চোখের সমস্যা (ডায়াবেটিক রেটিনোপ্যাথি)

ডায়াবেটিসের কারণে রেটিনায় ক্ষতি হতে পারে যার ফলে দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যেতে পারে। প্রাথমিক অবস্থায় চিকিৎসা না হলে এটি অন্ধত্বের কারণ হয়ে দাঁড়াতে পারে। (সূত্র: American Diabetes Association)

স্নায়ু ক্ষতি (ডায়াবেটিক নিউরোপ্যাথি)

ডায়াবেটিস স্নায়ুতে মারাত্মক ক্ষতি করতে পারে বিশেষ করে পায়ে। এর ফলে পায়ে তীব্র ব্যথা, ঝিঁঝি বা অস্বস্তি অনুভূত হতে পারে যা চলাফেরা বা কাজকর্মে সমস্যা সৃষ্টি করতে পারে। (সূত্র: Mayo Clinic)

পায়ের সমস্যা এবং সংক্রমণ

ডায়াবেটিস রক্ত সঞ্চালন কমিয়ে দেয় যার কারণে পায়ের ক্ষত সহজে সেরে উঠতে পারে না এবং দ্রুত সংক্রমণের শিকার হতে পারে। এমনকি পায়ের ইনফেকশন বা ক্ষত হলে, পা কাটার প্রয়োজনও হয়ে পড়তে পারে। (সূত্র: National Institute of Diabetes and Digestive and Kidney Diseases (NIDDK))

দাঁতের সমস্যা (গাম রোগ)

ডায়াবেটিস মাড়ির প্রদাহ সৃষ্টি করতে পারে যা দাঁতের সমস্যা তৈরি করে। মাড়ির প্রদাহ এবং মুখের শুকনো ভাব এসব রোগীদের সাধারণ সমস্যা হয়ে দাঁড়ায়।  (সূত্র: Journal of Clinical Periodontology)

যৌন অক্ষমতা (ইরেক্টাইল ডিসফাংশন)

ডায়াবেটিস পুরুষদের মধ্যে যৌন অক্ষমতা সৃষ্টি করতে পারে কারণ এটি যৌনাঙ্গের রক্ত সঞ্চালন কমিয়ে দেয়। ফলে পুরুষদের যৌনমিলনে সমস্যা দেখা দেয়।  (সূত্র: American Urological Association)

শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হওয়া

ডায়াবেটিস রোগীদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে, ফলে তারা সাধারণ সর্দি, কাশি বা অন্যান্য সংক্রমণের শিকার হয়ে পড়তে পারেন।  (সূত্র: Centers for Disease Control and Prevention (CDC))

ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদী ও জটিল রোগ। এটি সঠিকভাবে নিয়ন্ত্রণে না আনা হলে নানা ধরনের মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। ডায়াবেটিসের পরিণতি হতে পারে খুবই বিপজ্জনক যা কখনও কখনও প্রাণঘাতীও হতে পারে।  তবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব যদি আমরা সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত শরীরচর্চা, পর্যাপ্ত বিশ্রাম এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলি।  নিয়মিত মেডিকেল চেকআপ এবং সুস্থ জীবনযাপনের মাধ্যমে এই রোগকে পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা সম্ভব যার ফলে দীর্ঘমেয়াদী জটিলতা থেকে বাঁচা যায়।

সূত্র :

1. American Diabetes Association

2. Mayo Clinic

3. National Institute of Diabetes and Digestive and Kidney Diseases (NIDDK)

4. Centers for Disease Control and Prevention (CDC)

এসকে//

এ সম্পর্কিত আরও পড়ুন