রাজনীতি

নির্বাচনের জন্য এখনো লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি : জামায়াত

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হলে কোনো সমস্যা নেই। তবে নির্বাচনকে সামনে রেখে এখনো লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি। তাদের দাবি নিশ্চিত করে নির্বাচন দিতে হবে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

আযাদ বলেন,  সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণের বিষয়ে সবার বক্তব্য আমলে নিতে সিইসিকে তারা আহ্বান জানিয়েছেননির্বাচনে সন্ত্রাস-অনিয়ম বন্ধ করতে হলে পিআর পদ্ধতিতে ভোট করতে হবে। সবাই সবকিছু নাও চাইতে পারে, তত্ত্বাবধায়কও অনেকে চায়নি। জাতির জন্য কল্যাণকর পিআর পদ্ধতির নির্বাচন। জনগণ চাইলে অবশ্যই পিআর পদ্ধতি মানতে হবে। এই দাবি নিয়ে মাঠে থাকবে জামায়াত, পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিও নেবে।

পিআর (সংখ্যানুপাতিক পদ্ধতি) ছাড়া জামায়াতে ইসলামী নির্বাচনে যাবে কি-না, এমন প্রশ্নে এ জামায়াত নেতা সুস্পষ্ট করে কিছু বলেননি।

তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে জামায়াত সব সময়ই আন্তরিকপিআর পদ্ধতিকেও তারা মনে করেন  যে দেশের জন্য কল্যাণকর হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য এটি ভালো পদ্ধতি। পিআর পদ্ধতিতে ভোটারদের যথাযথ মূল্যায়ন হবে। 

তিনি আরও বলেন, আমরা গ্রহণযোগ্য সব নির্বাচনে অংশ নিয়েছি। পার্লামেন্টে প্রতিনিধিত্ব করেছি। সেই হিসেবে আমরা তিনশ আসনের প্রার্থী দিয়ে মাঠে-ময়দানে জনগণের কাছে যাচ্ছি। আমরা জনমত গঠনের কাজ করছি

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন