আন্তর্জাতিক

চিলিতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

চিলির দক্ষিণাঞ্চলের ড্রেক প্রণালী এলাকায় ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূমি থেকে ১০ কিলোমিটার গভীরে।

বৃহস্পতিবার (২২ আগস্ট)  এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি

ভূমিকম্পের কম্পন চিলির পাশাপাশি প্রতিবেশী দেশ আর্জেন্টিনার কয়েকটি শহরেও অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের পরপরই চিলির নৌবাহিনীর হাইড্রোগ্রাফিক ও ওশানোগ্রাফিক সার্ভিস (এসএইচওএ) সুনামি সতর্কতা জারি করে উপকূলীয় এলাকা খালি করার নির্দেশ দিয়েছিল। 

তবে পরে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানায়, বড় ধরনের ঢেউয়ের সম্ভাবনা আর নেই। সম্ভাব্য জলোচ্ছ্বাসের উচ্চতা ০.৩ মিটারের বেশি হবে না বলেও তারা নিশ্চিত করেছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন