কবরস্থান থেকে সাত কঙ্কাল চুরি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক কবরস্থান থেকে সাতটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে।
শুক্রবার (২২ আগস্ট) উপজেলার নগর কয়রা ও কৃষ্টপুর কয়রা গ্রামের যৌথ কবরস্থানে কবর জিয়ারত করতে গিয়ে প্রথমে ঘটনাটি স্বজনদের চোখে পড়ে। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছে
কৃষ্টপুর কয়রা গ্রামের নজরুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, দুই বছর আগে আমার ছেলে রুবেলকে এখানে দাফন করি। ভোরে কবর জিয়ারত করতে এসে দেখি কবরের মাটি খোঁড়া আর ভেতরে কোনো কঙ্কাল নেই। এ দৃশ্য দেখে আমি ভেঙে পড়েছি।
একই অভিজ্ঞতার কথা জানিয়ে লিটন সরকার বলেন,আট মাস আগে বাবা হারুন অর রশিদকে দাফন করেছিলাম। আজ এসে দেখি কবর খুঁড়ে কঙ্কাল নিয়ে গেছে। এটা কোনো মানুষ করতে পারে?
এভাবে স্বজনদের অভিযোগ অনুযায়ী মোট সাতটি কবর থেকে কঙ্কাল উধাও হয়েছে।
ঘটনার পর এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দোষীদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তি দাবি করেছেন।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার রাতের কোনো এক সময়ে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।
আই/এ