বিজেপিকে সরাসরি যুদ্ধের আহ্বান থালাপতির
দক্ষিণী সিনেমার প্রখ্যাত সুপারস্টার থালাপতি বিজয় এবার রাজনীতির মঞ্চে পা রেখেছেন। সম্প্রতি মাদুরাইয়ের পারাপাথি এলাকায় অনুষ্ঠিত তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে) এর দ্বিতীয় রাজ্য সম্মেলনে তিনি বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ করেছেন। এই সভায় বিজয় বিজেপিকে "ফ্যাসিবাদী দল" হিসেবে চিহ্নিত করে বলেছেন, "আমি এককভাবে তাদের বিরুদ্ধে লড়াই করব।"
বিজয় তার দলের রাজনৈতিক আদর্শ ও লক্ষ্য স্পষ্টভাবে তুলে ধরেছেন। তিনি জানান, "আমাদের মূল শত্রু বিজেপি আর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হলো ডিএমকে। তামিলাগা ভেট্রি কাজাগাম কোন মাফিয়া চক্র নয় আমাদের দল কোনও শক্তিকেই ভয় পায় না। তামিলনাড়ুর জনগণের সমর্থন আমাদের সঙ্গে রয়েছে এবং আমরা ফ্যাসিবাদী বিজেপি ও বিষাক্ত ডিএমকের বিরুদ্ধে কঠোরভাবে লড়াই চালাব।"
বিজয়ের বক্তব্যে ছিল দৃঢ় আত্মবিশ্বাস। তিনি রূপক ব্যবহার করে বলেন, "সিংহ সবসময় সিংহই থাকে, তার গর্জন আট কিলোমিটার দূরে শোনা যায়। জঙ্গলে যতই শিয়াল থাকুক রাজা সবসময় সিংহই থাকে।" তিনি এর মাধ্যমে তার দলের শক্তি এবং নিজের রাজনৈতিক অবস্থান সুনির্দিষ্টভাবে প্রমাণ করতে চেয়েছেন।
এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি আক্রমণ করে বিজয় বলেন, "আপনারা হয়তো ভাবছেন ২০২৯ সাল পর্যন্ত আপনার পথ মসৃণ থাকবে। তবে আমি স্পষ্ট জানিয়ে দিচ্ছি, তামিলরা কখনও বিজেপির সঙ্গে থাকবে না। ঠিক যেমন পদ্মপাতার উপর জল স্থায়ী হয় না তেমনি বিজেপির সঙ্গেও তামিলদের সম্পর্ক স্থায়ী হবে না।"
বিশ্লেষকদের মতে, বিজয় তামিলনাড়ুর রাজনীতিতে একটি নতুন তৃতীয় ফ্রন্ট তৈরি করার পরিকল্পনা করছেন। তার লক্ষ্য হলো ক্ষমতাসীন ডিএমকে এবং বিরোধী এআইএডিএমকের বিকল্প হিসেবে নিজের দলকে প্রতিষ্ঠিত করা। তামিলনাড়ুর রাজনীতিতে তার দলের ভূমিকা এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে বিজয় তার দলের শক্তি প্রদর্শন করতে চান। গেল বছর তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে) প্রতিষ্ঠার মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন। এটি তার প্রথম বড় পরীক্ষা হবে এবং এখন দেখার বিষয় আসন্ন নির্বাচনে তার দল কীভাবে উপস্থিতি প্রমাণ করবে এবং তামিলনাড়ুর রাজনীতিতে নতুন শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে কিনা।
এসকে//