দুর্ঘটনা

ফ্রিজ বিস্ফোরণে একই পরিবারের ৯ জন দগ্ধ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ একই পরিবারের ৯ জন গুরুতর দগ্ধ হয়েছেন। শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পাইনাদি পূর্মুবপাড়া এলাকার একটি টিনশেড বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন—তাহেরা (৬৫), হাসান (৩৭), সালমা (৩০), মুনতাহা (১১), জান্নাত (৪), রাইয়ান (১ মাস), আসমা (৩৫), তিসা (১৬) ও আরাফাত (১৩)।

স্থানীয়রা ভ্যান ও অটোরিকশায় করে প্রথমে তাদের নিকটস্থ হাসপাতালে নেন। পরে গুরুতর অবস্থায় ঢাকায় স্থানান্তর করা হয়। এর মধ্যে তাহেরাকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, আর বাকি আটজনকে নেয়া হয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।

অগ্নিদগ্ধদের আত্মীয় মরিয়ম জানান, তার বোন তাহেরা তিন মাস আগে মেয়ে-জামাইয়ের বাসায় বেড়াতে এসেছিলেন। হঠাৎ গভীরে রাতে বিকট শব্দে ঘরে আগুন ছড়িয়ে পড়ে এবং টিনের ছাউনি পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, বাড়ির কেয়ারটেকার ছিলেন দগ্ধদের শ্বশুর আব্দুর রশিদ। তার মৃত্যুর পর তার তিন মেয়ে, জামাই ও নাতি-নাতনি ওই টিনশেড বাড়ির তিনটি কক্ষে থাকতেন। এর মধ্যে দুই কক্ষের সবাই দগ্ধ হয়েছেন।

আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মীরন মিয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণেই আগুন লাগে। তবে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন