খেলাধুলা

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আফগানিস্তান ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সিরিজ। রোববার (২৪ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) যৌথভাবে তিনটি করে ওয়ানডে ও টি টোয়েন্টি ম্যাচের দিনক্ষণ ঘোষণা করে।

আসছে ২ অক্টোবর শুরু হতে যাচ্ছে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ। পরের দুই ম্যাচ যথাক্রমে ৩ ও ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। দু’দিন বিরতি দিয়ে ওয়ানডে সিরিজ শুরু হবে ৮ অক্টোবর এবং বাকি দুই ম্যাচ খেলানো হবে ১১ ও ১৪ অক্টোবর।

প্রসঙ্গত, আগামী ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ। ‘বি’ গ্রুপে বাংলাদেশ আফগানিস্তান, হংকং ও শ্রীলঙ্কার মুখোমুখি হবে। 

সিরিজের প্রথম রাউন্ডে বাংলাদেশের শেষ ম্যাচ ১৬ সেপ্টেম্বর। ২০ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত সুপার ফোরে খেলা চলবে। ২৮ সেপ্টেম্বর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন