আন্তর্জাতিক

রাহুল গান্ধীকে সমর্থকের চুমু, পরে নিরাপত্তারক্ষীর মারধর

ভারতের বিহারে একটি র‍্যালি চলাকালে দেশটির বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর গালে চুমু দিয়েছেন এক সমর্থক। পরে ওই সমর্থককে মারধর করে সরিয়ে দিয়েছেন নিরাপত্তারক্ষীরা। রোববার ভারতের পত্রিকা ডেকা হেরাল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।      

‘ভোটের অধিকার যাত্রা’ নামের ওই র‍্যালিতে মোটরসাইকেলে অংশ নেন রাহুল গান্ধী। ভিডিও দেখা যায়, নিরাপত্তা বেষ্টনী ভেঙ্গে এক সমর্থক কাছে এসে রাহুলের বাম কাঁধে চুমু দেন। পরে নিরাপত্তারক্ষীরা ওই ব্যক্তিকে চড় মেরে সরিয়ে দেন।

বিহারে ভোটার নিবন্ধনে অনিয়মের অভিযোগে গেলো ১৭ আগস্ট থেকে শশারাম থেকে ভোটার অধিকার যাত্রা নামে ওই র‍্যালি শুরু হয়েছে। ১৬ দিন ব্যাপী ওই যাত্রা ২০টি জেলা ঘুরে আগামী ১ সেপ্টেম্বর পাটনায় শেষ হবে।  

 

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন