দেশজুড়ে

গণশুনানিতে ১৪০ অভিযোগ, দুদকের জবাবে ৩৬ দপ্তর মুখোমুখি

সিরাজগঞ্জে  দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১৮১তম গণশুনানিতে সরকারি,স্বায়ত্তশাসিত ও বেসরকারি মিলিয়ে ৩৬টি দপ্তরের বিরুদ্ধে মোট ১৪০টি অভিযোগ উপস্থাপিত হয়েছে। এর মধ্যে ৩২টি অভিযোগের বিষয়ে সরাসরি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।

রোববার (২৪ আগস্ট) সিরাজগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী এ গণশুনানির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদক কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী।

কমিশনার আজিজী বলেন, সমাজের প্রতিটি অনিয়ম ও অসঙ্গতি চোখে পড়লেই তা প্রতিরোধে সোচ্চার হতে হবে। দুর্নীতি পুরোপুরি নির্মূল করা কঠিন হলেও সেবা গ্রহীতাদের সচেতনতা এবং সেবাদাতাদের আন্তরিকতার মাধ্যমে এ প্রবণতা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। সরকারি-বেসরকারি প্রতিটি কর্মকর্তা-কর্মচারী যদি সেবাদানে দায়িত্বশীল হন, তবে সেটিই হবে দেশের জন্য সবচেয়ে বড় অবদান।

তিনি আরও বলেন, দুর্নীতি দমন কমিশন শুধু তদন্ত নয়, বরং সেবার মান উন্নয়ন এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত গণশুনানির আয়োজন করে থাকে। তার ভাষায়, “অন্যায় করলে কেউ ছাড় পাবে নাআজকের গণশুনানিই তার স্পষ্ট প্রমাণ।

সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। এ সময় দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আকতার হোসেন, মহাপরিচালক (তদন্ত-১) মো. রেজাউল কবির, রাজশাহী বিভাগীয় পরিচালক মো. ফজলুল হক ও সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. ফারুক হোসেন বক্তব্য রাখেন।

দুদক সূত্রে জানা গেছে, গণশুনানিতে আসা অভিযোগগুলোর মধ্যে ৩৪টি অভিযোগ তাৎক্ষণিকভাবে নিষ্পত্তি করা হয়েছে। এছাড়া ২৬টি অভিযোগ সংশ্লিষ্ট বিভাগীয় কর্তৃপক্ষের মাধ্যমে সমাধানের জন্য প্রেরণ করা হয়েছে। আর দুদকের তফসিলভুক্ত ৩২টি অভিযোগে অনুসন্ধান কার্যক্রম শুরুর ঘোষণা দেওয়া হয়েছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন