রাজধানী

ঢাবি মেট্রো স্টেশন বন্ধ থাকবে দুইদিন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন সামনে রেখে নিরাপত্তা জোরদারে বিশেষ ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর অংশ হিসেবে আগামী ৮ ও ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন বন্ধ থাকবে।

মঙ্গলবার (২৬ আগস্ট) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত ব্রিফিংয়ে রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. গোলাম রব্বানী এ তথ্য জানান।

তিনি বলেন, ‘নির্বাচনের দিন ও আগের দিন বহিরাগতদের প্রবেশ ঠেকাতেই মেট্রো স্টেশন বন্ধ রাখা হবে। ভোটের সাত দিন আগে থেকেই কোনো বহিরাগত হলে থাকতে পারবে না। হাউস টিউটর ও প্রভোস্টরা বিষয়টি কঠোরভাবে নিশ্চিত করবেন। ভোটের দিন ক্যাম্পাস পুরোপুরি সিলগালা থাকবে, কেবল বৈধ ভোটাররাই প্রবেশ করতে পারবেন।’

অনাবাসিক শিক্ষার্থীদের সুবিধার জন্য ভোটের দিনে বিশ্ববিদ্যালয়ের বাস সার্ভিসের ট্রিপ বাড়ানো হবে। এছাড়া ডিএমপিকে অনুরোধ জানানো হয়েছে যেন শিক্ষার্থীবাহী যানবাহন চলাচলে সহায়তা করে।

নিরাপত্তা ব্যবস্থা তিন স্তরে ভাগ করা হয়েছে। প্রথম স্তরে প্রক্টরিয়াল বডি ও বিএনসিসি সদস্যরা থাকবেন, দ্বিতীয় স্তরে দায়িত্বে থাকবে পুলিশ এবং তৃতীয় স্তরে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবে। সেনারা সারাদিন টহল দেবে ও ভোট শেষে ব্যালটের নিরাপত্তায় নিয়োজিত থাকবে।

একই দিনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের ফলাফলও ঘোষণা করা হবে। এবারই প্রথমবারের মতো হলের বাইরে ছয়টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন, এর মধ্যে ছাত্র ২০ হাজার ৮৭১ এবং ছাত্রী ১৮ হাজার ৯০২ জন।

মঙ্গলবার (২৬ আগস্ট) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে নির্বাচনী প্রচার প্রচারণা। নির্বাচন কমিশন পোস্টার, লিফলেট ও হ্যান্ডবিল ব্যবহারে নির্দেশনা দিয়েছে এবং প্রার্থীদের নির্ধারিত সময়সূচি মেনে প্রচারণা চালাতে আহ্বান জানিয়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন